Christmas 2021 : বড়দিনে পার্কস্ট্রিটে বড় চমক, ৫৪ ফুট লম্বা ক্রিসমাস ট্রি আর সান্তা !
Kolkata Christmas 2021 : অ্যালেন পার্কের অদূরে, আলোয় সাজানো সেই বিশাল ক্রিসমাস ট্রি এখন স্বাগত জানাচ্ছে দর্শকদের। আর ক্রিসমাস ট্রিয়ের সঙ্গে হাজির সাত ফুটের সান্টা ক্লজ
কলকাতা : মধ্যরাতেই সেই মাহেন্দ্রক্ষণ। বড়দিন, প্রভু যিশুর জন্মদিন। শীতের (Winter) আমেজ গায়ে মেখে উত্সবে-আনন্দে বড়দিনকে স্বাগত জানাতে তৈরি কলকাতা (Kolkata)। কিন্তু করোনা-আবহে সেই আনন্দে কিছুটা হলেও ছেদ পড়েছে বিশ্বব্যাপীই। তার উপরে ভাবাচ্ছে ওমিক্রম।
কিন্তু মনে শঙ্কা নিয়েই, কোভিড বিধি মেনে বড়দিনের আনন্দে ভাসতে শুরু করেছে তিলোত্তমা। বড়দিনের পার্ক স্ট্রিটে (Park Street) ঝলমলে আলোর সঙ্গে এবার বাড়তি পাওনা পেল্লাই ক্রিসমাস ট্রি (Christmas Tree ) ! বড় বলে বড়! একেবারে ৫৪ ফুট লম্বা! অ্যালেন পার্কের অদূরে, আলোয় সাজানো সেই বিশাল ক্রিসমাস ট্রি এখন স্বাগত জানাচ্ছে দর্শকদের।
আরও পড়ুন :
নিরামিষাশী? তাহলে বড়দিনে বানিয়ে ফেলুন ডিম ছাড়া কেক
ক্রিসমাস ট্রিয়ের সঙ্গে হাজির সাত ফুটের সান্টা ক্লজ! সেই সঙ্গে সাত ফুট লম্বা এক পরী! দুজনের সামনে ঢালাও করে সাজানো রয়েছে উপহারের বাক্স! বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দর্শকদের জন্য ৩ জানুয়ারি পর্যন্ত থাকবে এই ক্রিসমাস ট্রি। শীত, সান্তার টুপি, বাহারি আলো থেকে কেক সবই আছে।
শীতের আলসেমি কাটিয়ে নিউমার্কেটে উত্সবপ্রিয় মানুষের ভিড়। কেকের গন্ধে মম করছে গোটা শহর। করোনা আবহেও ভিড় দেখে আপ্লুত কেক বিক্রেতারা।
বছর ঘুরতে চললেও এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনা। উল্টে উদ্বেগ বাড়িয়েছে ভাইরাসের নতুন প্রজাতি। এই পরিস্থিতিতে করোনা বিধি মেনে পালন করা হবে বড়দিন। নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখছে না কলকাতা পুলিশ।
শুক্রবার বিকেলের পর থেকে মোতায়েন করা হবে পুলিশ। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ হাজার পুলিশ কর্মী। ৩টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি। থাকছে ১০টি পুলিশ সহায়তা কেন্দ্র। মোতায়েন থাকবে ২টি ক্যুইক রেসপন্স টিম। পাশাপাশি, সিসি ক্যামেরার মাধ্যমেও চলবে নজরদারি। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পার্ক স্ট্রিট মোড়ের কাছে থাকছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম।