Christmas Carnival 2023: TMC-র 'গোষ্ঠীদ্বন্দ্ব', বন্ধই হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল
Howrah Christmas Carnival 2023: ১২দিন ধরে চলার কথা ছিল হাওড়ার এই ক্রিসমাস কার্নিভাল। কিন্তু আচমকা মাঝপথেই ছেদ..
হাওড়া: বড়দিনকে ঘিরে গোটা রাজ্যে উৎসবের আমেজ। আর এমনই এক পরিস্থিতিতে ছেদ পড়ল আচমকাই। মন্ত্রীর 'হম্বিতম্বি', বন্ধই হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল। তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব', ৫দিনেই বন্ধ হাওড়ার কার্নিভাল। হাওড়া পুরসভার উদ্যোগে ডুমুরজলায় 'ক্রিসমাস কার্নিভাল'।
২২ ডিসেম্বর কার্নিভালের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ১২দিন ধরে চলার কথা ছিল হাওড়ার এই ক্রিসমাস কার্নিভাল। পুরসভার উদ্যোগে পার্কিংয়ের ব্যবস্থা, 'আপত্তি' ক্রীড়াপ্রতিমন্ত্রীর। বেআইনিভাবে পার্কিংয়ের অভিযোগে মন্ত্রীর ঘনিষ্ঠদের 'তাণ্ডব'। পার্কিং কর্মীদের কাছ থেকে স্লিপ কেড়ে আটকে রাখারও অভিযোগ। এরপরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত পুরসভার । অনভিপ্রেত ঘটনা, কার্নিভাল বন্ধ করে প্রতিক্রিয়া হাওড়া পুরসভার প্রশাসকের । পার্কিংয়ের নামে টাকা তোলার অভিযোগ করেও, মেলা বন্ধে মুখে কুলুপ মনোজ তিওয়ারির।
ফি বছর বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজে ওঠে ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট। আলোর মালা দিয়ে সাজানো হয় অ্যালেন পার্ককে। এছাড়াও গোটা পার্ক স্ট্রিট ভাসে আলোর বন্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন সেখানে। ঠিক একইভাবে প্রথমবার হাওড়া শহরেও ক্রিসমাস কার্নিভাল পালন করা হয়। ২২ ডিসেম্বর এই উৎসবের সূচনা করেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই উপলক্ষে একটি থিম সং তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে হাওড়া পুরসভার উদ্যোগে চালু হয়েছে 'ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক' ( Shasthi Narayan Eco Park)। সোমবার এই পার্কের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। এই শীতে শহরের বুকে ঘুরে দেখার অন্যতম আকর্ষণীয় স্থান এই পার্ক। শীত পড়তেই বাঙালির মন এদিক ওদিক বেড়াতে যেতে চায়। আবার কেউ কেউ দলবেঁধে চড়ুইভাতি করতে বেরিয়ে পড়েন নানা চেনা অচেনা জায়গায়।
আরও পড়ুন, কনকনে শীতে শিক কাবাব, পর্যটক টানতে আজ থেকে শুরু কালিম্পং স্ট্রিট ফেস্টিভ্যাল
শহরের মধ্যে কেউ যদি গোটা দিন একটু অন্যভাবে পরিবারের শিশুদের সঙ্গে কাটাতে চান। তবে এই পার্ক হতে পারে অত্যন্ত আকর্ষণীয় জায়গা। এমনটাই মনে করছে হাওড়া পুরসভা। যেখানে শীতের মিঠে রোদ গায়ে মেখে একদিনের ছুটিতে অনায়াসেই পরিবারের শিশুদের সঙ্গে কাটিয়ে দেওয়া যেতে পারে। আগে এই জায়গাটি কেএমডিএর অধীনে থাকলেও বর্তমানে এই ইকো পার্কের নির্মাণ এবং দেখভালের দায়িত্ব হাওড়া পুরসভার।