TMC: ED, CBI-এর বিরুদ্ধে ক্লাব সমন্বয় কমিটির মিছিলে প্রশাসকমণ্ডলীর সদস্যরা, তুঙ্গে তরজা
কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে, কলকাতা থেকে জেলা, বিক্ষোভ সমাবেশ করছে তৃণমূল। এবার একই অভিযোগে দুর্গাপুরে পথে নামল ক্লাব সমন্বয় কমিটি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: তৃণমূলের (tmc) সুরেই, ED, CBI-এর বিরুদ্ধে সরব হয়ে, দুর্গাপুরে (Durgapur) মিছিল করল ক্লাব সমন্বয় কমিটি। আর সেই মিছিলে পা মেলালেন, দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর একাধিক সদস্য। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে, কলকাতা (Kolkata) থেকে জেলা, বিক্ষোভ সমাবেশ করছে তৃণমূল। এবার একই অভিযোগে দুর্গাপুরে (Durgapur) পথে নামল ক্লাব সমন্বয় কমিটি। দুর্গাপুরের একাধিক ক্লাবের সদস্যরা অংশ নেন মিছিলে।
মিছিলে পা মেলালেন প্রশাসকমণ্ডলীর একাধিক সদস্য: আর সেই মিছিলেই হাঁটতে দেখা গেল, দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর একাধিক সদস্যকে। এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে সমালোচনা। রবিবার দুর্গাপুরের মার্কনি পুজো মন্ডপের সামনে থেকে শুরু হয় মিছিল, শেষ হয় ভগত সিং মোড়ে।
ক্লাব সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক তাপস সরের কথায়, রাজ্যের তৃণমূল সরকার পুজো কমিটিগুলির পাশে রয়েছে আর তাই সামাজিক এক দায়বদ্ধতা থেকে এই কেন্দ্রের বিজেপি সরকার আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন, যেভাবে এই তদন্তকারী সংস্থা গুলি নোংরা রাজনীতি শুরু করেছে তাতে করে প্রতিবাদ না করে আর কোনো উপায় ছিল না।
মিছিলে যোগ দেন তৃণমূলের (TMC) একাধিক ব্লক সভাপতি ও কাউন্সিলর, এই মিছিলেই অংশ নেন, দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
আর এ নিয়েই কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই-এর কথায়, প্রশাসকের মতো একটি অরাজনৈতিক পদে বসে প্রশাসক মন্ডলীর দুই সদস্য কিভাবে বিচারাধীন একটি বিষয়ে প্রতিবাদ কর্মসূচিতে পা মিলিয়ে ফেললেন, আর ক্লাব সমন্বয় কমিটি কিভাবে এমন একটি মিছিলের আয়োজন করে ফেললো আসলে তৃণমূল পুলিশ প্রশাসন ক্লাব মিলে মিশে একাকার হয়ে গেছে, তবে এত কিছু করেও ভোটে তৃণমূলের শেষ রক্ষে আর হবে না।
প্রশাসকমণ্ডলীর বয়ান: দুর্গাপুর পুরসভার পুর প্রশাসকমণ্ডলী তৃণমূল নেতা ও সদস্য, দীপঙ্কর লাহার কথায়, ইডি-সিবিআই অন্যায় হয়েছে। তার জন্য.. আমরা হেঁটেছি। এদিন, প্রতিবাদ কর্মসূচিত অংশ নেয় দুর্গাপুরের ৭০টি ক্লাব।
আরও পড়ুন: Coal Smuggling Case: কয়লাকাণ্ডে ফের মেনকা গম্ভীরকে নোটিস ইডি-র
প্রকাশ্যে তৃণমূলের অন্দরের ক্ষোভ: নন্দীগ্রাম, সুতাহাটার পর নন্দকুমার। নতুন ব্লক সভাপতিকে নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্দরের ক্ষোভ। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ-সহ দলীয় নেতা, কর্মীদের একাংশ। নন্দকুমার ব্লকে দীননাথ দাসকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে শিবশঙ্কর বেরাকে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছে দলের একাংশ। মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন বিক্ষুব্ধরা। অভিযোগে গুরুত্ব দিতে নারাজ নতুন ব্লক সভাপতি। রাজ্য কমিটির সিদ্ধান্তে রদবদল, মন্তব্য তৃণমূল জেলা নেতৃত্বের। কাটমানির নিরিখে শাসকদলে পদ মেলে, কটাক্ষ বিজেপির।






















