(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee: 'বাংলার শ্রমিকদের রাজ্য়ে ফেরান', শিল্পপতিদের আহ্বান মমতার
Migrant Labor:সোমবার, ধনধান্যে অডিটোরিয়ামে চলতি বছরের রিয়েল এস্টেট কনভেনশনে যোগ দিয়ে এমনই বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা: ফের পরিযায়ী শ্রমিকদের (Migrant Labor) জন্য বার্তা মুখ্যমন্ত্রী মমত বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee)। রিয়েল এস্টেট (Real Estate) ব্যবসায় বাংলার শ্রমিকদের কাজের সুযোগ দেওয়ার আহ্বান করলেন মুখ্যমন্ত্রী। সোমবার, ধনধান্যে অডিটোরিয়ামে চলতি বছরের রিয়েল এস্টেট কনভেনশনে যোগ দিয়ে এমনই বার্তা মুখ্যমন্ত্রীর।
তিনি বলেন, 'আমাদের রাজ্যে বহু দক্ষ শ্রমিক আছেন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাদপুরের ছেয়েমেয়েরা দারুণ কাজ করে। আমাদের রাজ্য থেকে শ্রমিকদের অন্য দেশে-রাজ্যে নিয়ে যাওয়া হয়। তাঁরা টাকা হয়তো বেশি পায়। কিন্তু অন্য জায়গায় গিয়ে পরিযায়ী শ্রমিকরা সুরক্ষা পান না।' ঠিক এই জায়গা থেকেই রাজ্যে তাঁদের কাজ করার সুযোগ দেওয়ার জন্য শিল্পপতিদের আহ্বান করলেন মুখ্যমন্ত্রী। সেই কাজের জন্য রাজ্য সরকারও সাহায্য করবেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'পরিযায়ী, দক্ষ শ্রমিকদের কাজে লাগানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা পরিযায়ী শ্রমিকদের নাম-ঠিকানা নথিভুক্ত করছি। আপনারা যদি সেটা কাজে লাগান।' শিল্পপতিদের কাছে তাঁর বার্তা, বাংলার শ্রমিকদের হাতের কাজ ভাল, প্রত্যেকেই অত্যন্ত দক্ষ, তাই এঁদের কাজে নিলে আখেরে ভালই হবে বলেও মত তাঁর। পাশাপাশি, দরিদ্র নাগরিকদের আবাসনের ব্যবস্থার জন্য শিল্পপতিদের এগিয়ে আসার জন্য শিল্পপতিদের আহ্বান করেছিলেন তিনি।
এই কনভেনশনেও মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রসঙ্গ। মমতা বলেন, 'বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি আমার রাজ্যের ব্যবসায়ীদের বিরক্ত করছে। আপনারা ভয় পাবেন না, প্রয়োজনে আদালতের সাহায্য় নিন।' পাশাপাশি অসাধু রিয়েল এস্টেট ব্যবসায়ী, অসাধু প্রোমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যাঁরা টাকা নিয়ে ফ্ল্যাট দেয় না, তাঁদের বিরুদ্ধে রিয়েল এস্টেট ব্যবসায়ী সংগঠনকেও পদক্ষেপ নেওয়ার জন্য বলেন মুখ্যমন্ত্রী।
এছাড়া, মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আমরা তিনটি অর্থনৈতিক করিডর তৈরির সিদ্ধান্ত নিয়েছি। রিয়েল এস্টেট ব্যবসায় বহু মানুষ কাজ করেন। কলকাতায় রিয়েল এস্টেটের দাম সারা দেশের মধ্যে সবথেকে বেশি বেড়েছে। কিছু মহল থেকে সারাক্ষণ বলা হয় বাংলায় উন্নয়ন হয় না। বিরোধীরা এধরনের মিথ্যা প্রচার করে থাকে।' পশ্চিমবঙ্গ ব্যবসা করার জন্য অত্যন্ত সুবিধাজনক জায়গা বলে ফের বলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, 'আমাদের ল্যান্ড ব্যাঙ্ক আছে। ল্যান্ড ব্যাঙ্ক থেকে যে কোনও শিল্পের প্রয়োজনে জমি পাওয়া সম্ভব। বাংলা গেটওয়ে অফ ওয়ার্ল্ড হবে।'
আরও পড়ুন: 'I.N.D.I.A জোটকে এরা ভয় পাচ্ছে', রাজ্যপালের উপাচার্য নিয়োগ ঘিরে বিস্ফোরক ব্রাত্য বসু