Mamata on Durga Puja 2024: ধর্ম-কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে: মুখ্যমন্ত্রী
Mamata On Mahalaya 2024: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গা পুজোর সূচনায় এসে বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
কলকাতা: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গা পুজোর সূচনায় এসে বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে। আমি সেই জন্য নামটা দিয়েছিলাম, উৎসব উৎসারিত। কারণ অনেকে বলবে, এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে, পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে দিয়ে এলেন। অতো বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নন। ধর্ম-কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছেই। কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন। এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আমি অভ্যস্ত।'
পাশাপাশি তিনি এদিন আরও বলেন, গানের প্রতি আমার নেশা আছে, তার কারণ আমাদের বাড়িতে একটা বড় রেকর্ড প্লেয়ার ছিল। এমন কোনও গান নেই, রেকর্ড নেই, যা বাবা কিনতেন না। সেগুলি বাবাও শুনতেন, সঙ্গে আমিও শুনতাম। তাই আমার হাজারের উপর গান মুখস্থ।' তবে পাশাপাশি মুখ্যমন্ত্রীর সংযোজন, এখন গাইবো না এই কারণে, তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে। জাগো দুর্গা। ওটাতো আজকে বলতে পারব না। ওটা কালকে বলব।'
এদিন তিনি শ্রীভূমির পুজোর প্রশংসার পাশাপাশি জেলার পুজোর প্রশাংসাতেও পঞ্চমুখ হন। তিনি এদিন ফের অনুদানের প্রসঙ্গ তোলেন। বলেন, আমরা পুজোতে প্রায় ৪৮ থেকে ৫০ হাজার ক্লাবকে অনুদান দিয়েছি। এটা আমি অনুদান মনে করি না। এটা উৎসাহ দান। অনেকে বলেন, এতে কী হবে ? আমি বলি, তোমার তো কিছু হবে না, তোমার তো ৫০ লক্ষ বাজেট। কিন্তু অনেক ক্লাব আছে, যাদের কাছে ৮৫ হাজার টাকার দাম অনেক বেশি।'
রাত পেরোলেই মহালয়া। পিতৃপক্ষের অবসানের সঙ্গেই আগামীকাল দেবীপক্ষের সূচনা। আর মহালয়া উপলক্ষ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্নঘাটগুলিতে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করবেন প্রচুর মানুষ। তাই আগামীকাল গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তা থাকবে। প্রতিবারের মতোই এবারেও নজরদারি চালাবে রিভার ট্রাফিক পুলিশ এবং কলকাতা পুলিশ। যাতে কোনওভাবেই কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজর রাখবে প্রশাসন।
আরও পড়ুন, আগামীকাল মহালয়া, ভরা কটালে ফের প্লাবনের আশঙ্কা : মুখ্যমন্ত্রী
তাই সকলের সুবিধার্থে, আগামীকাল কোন সময়গুলিতে জোয়ার-ভাটা থাকবে, সেই নির্দিষ্ট সময়গুলি এবার পোস্ট করে জানাল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, আজ ( পয়লা অক্টোবার) রাত ৯ টা ৩১ মিনিটে জোয়ার এবং রাত ১ টা ৯ মিনিটে ভাটা থাকবে। এবং পাশাপাশি ২ অক্টোবর অর্থাৎ আগামীকাল মহালয়ার দিন, সকাল ৯ টা ৪৪ মিনিটে জোয়ার থাকবে। এবং দুপুর ১ টা ১২ মিনিটে ভাটা থাকবে।