Commercial Cylinder Price Drop: তিন দফায় ৪৫৭ টাকা বৃদ্ধি, ১০০ টাকা কমল বাণিজ্য়িক রান্নার গ্য়াসের দাম
Commercial LPG Cylinder: তিন মাস পর পর দাম বাড়ানোর পর বুধবার থেকে কমল খানিকটা।
নয়াদিল্লি: গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম একই রয়েছে। তবে ব্য়বসায়ীদের স্বস্তি দিয়ে কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম (Commercial LPG Cylinder Price) । বুধবার থেকে প্রতি ১৯ কেজি সিলিন্ডারের দাম কমল ১৩৫ টাকা করে। এতে হোটেল, রেস্তরাঁ এবং খাবারের ব্য়বসায় নিযুক্ত ব্যবসায়ীরা একটু হলেও স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে (Coocking Gas)। তবে গার্হস্থ্য রান্নার গ্য়াসের দাম কমার কোনও খবর আপাতত নেই।
১০০ টাকা কমানো হল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম
দাম কমার পর এই মুহূর্তে রাজধানী দিল্লিতে সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ২ হাজার ২১৯ টাকা। কলকাতায় ২ হাজার ৩২২ টাকা দাম পড়ছে প্রত্যেক সিলিন্ডারের। মুম্বইয়ে প্রতি সিলিন্ডারের দাম ২ হাজার ১৭১ টাকা ৫০ পয়সা পড়ছে। চেন্নাইতে প্রত্য়েক সিলিন্ডারের দাম পড়ছে ২ হাজার ৩৭৩ টাকা (Fuel Price)।
এর আগে, ২০২২ সালের ১ মে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০২ টাকা ৫০পয়সা বাড়ানো হয়। তার আগে ১ এপ্রিল ২৫০ টাকা এবং ১ মার্চ ১০৫ টাকা দাম বাড়ানো হয় বাণিজ্যিক রান্নার গ্য়াসের দাম। তিন মাস পর পর দাম বাড়ানোর পর বুধবার থেকে কমল খানিকটা।
আরও পড়ুন: Narendra Modi Update: দেশে দরিদ্রের সংখ্যা কমেছে! মোদির দাবি ঘিরে তরজা
এ দিকে, আসন্ন 'উজ্জ্বলা দিবস' উপলক্ষে ইন্ডিয়া অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সংস্থা দেশ জুড়ে ৫ হাজার রান্নার গ্যাসের পঞ্চায়েত বসাতে চলেছে। সামাজিক একত্রীকরণে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় দরিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারগুলিকে বিনামূল্য়ে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়। নিরাপদে, দীর্ঘমেয়াদি ব্যবহার সার্বিক করতেই এমন উদ্য়োগ।
জ্বালানির দামবৃদ্ধই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এ ভাবে চলতে থাকলে নাগরিকদের হেঁশেল বন্ধ রাখতে হবে বলে মত বিরোধীদের। এই নিয়ে দেশ জুড়ে আন্দোলনের ডাকও দেয় একাধিক রাজ্য়।
বিরোধীদের প্রশ্নের মুখে কেন্দ্র
এ নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও। ইউপিএ বনাম এনডিএ জমানায় জ্বালানির দামের তুলনামূলক ছবি তুলে ধরেন তিনি। ইউপিএ জমানায় রান্নার গ্য়াসের দাম যেখানে ৪১০ টাকা ছিল, এনডিএ আমলে তা বেড়ে ১০০০ ছাড়িয়ে গিয়েছে, তা-ও আবার ভর্তুকিহীন বলে দাবি করেন তিনি। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনায় প্রাপ্ত সিলিন্ডারের উপর ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছে।