Adhir Chowdhury: "কোনও মুসলমান এই কথা বলতে পারে না, যে বেআইনিভাবে মসজিদ তোলো..", মন্তব্য অধীর চৌধুরীর
Adhir Chowdhury ON Babri Masjid Humayun :মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে কী প্রতিক্রিয়া অধীর রঞ্জন চৌধুরীর ?

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না আদালত। শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরই ছাড়ল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হুমায়ূন কবীরের কর্মসূচি নিয়ে কোনও হস্তক্ষেপ করল না আদালত। সম্প্রীতি নষ্ট হতে পারে, রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক, সওয়াল বিকাশরঞ্জন ভট্টাচার্যর। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, আদালতে জানাল রাজ্য। এই ইস্যুতে এবার প্রতিক্রিয়া কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর।
আরও পড়ুন, তৃণমূল থেকে সাসপেন্ড, তাহলে কি বিধায়ক পদ ছাড়ছেন হুমায়ুন ? দিলেন তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা
এদিন অধীর চৌধুরী বলেন, 'কোনও মুসলমান কখনও এটাকে সমর্থন করতে পারে না। আরেকটা কথা, কোনও জায়গা রেজিস্ট্রেশন ছাড়া, কখনও মসজিদ নির্মাণ দিতে পারে ? আমাকে বোঝান তো । এই জেলাতে তো আমি বাস করি। কোনও মসজিদ ভারতবর্ষে, জমি রেজিস্ট্রেশন ছাড়া, কেউ খাড়া করতে পারে ?! মসজিদ একটা পবিত্র জায়গা। ..যেটা হবে হোয়াইট ওয়েতে হবে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোনও মুসলমান এই কথা বলতে পারে না, যে বেআইনিভাবে মসজিদ তোলো। ..বেআইনিভাবে, গায়ের জোরে, জমি দখল করে, প্রোমোটারি হতে পারে, কিন্তু কখনও মসজিদ হতে পারে না। যে স্থানকে পবিত্র স্থান মনে করা হয়, সেখানে কখনও এটা অ্যালাউ হতে পারে না। '
সাসপেন্ড হওয়ার পর আরও একরোখা, মুর্শিদাবাদের বুকে বাবরি-মসজিদের শিলান্য়াসে অনড় হুমায়ুন কবীর! ৬ই ডিসেম্বর রেজিনগরে মরাদিঘীর মাঠে সভা করবেন তিনি। সেখান থেকেই শিলান্যাস করবেন 'বাবরি মসজিদে'র। যেখানে মসজিদ হওয়ার কথা বৃহস্পতিবার সেই ছেতিয়ানির মাঠ ঘুরে দেখেন হুমায়ুন!মসজিদের শিলান্যাসের ব্যানারও লাগাতে শুরু করেছেন হুমায়ুন কবীরের অনুগামীরা। ব্যানারের নীচে আয়োজক হিসাবে রয়েছে হুমায়ুনের নাম।
সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেন, বাবরি মসজিদ করার জন্য়ই এটা (সাসপেনশন) হয়েছে বলে আমার মনে হচ্ছে। আমি সেই সিদ্ধান্ত থেকে পিছু হঠব না। ৬ তারিখে যে বাবরি মসজিদের শিলান্য়াস, সেটা হবে। তাতে যে কোনও চক্রান্তের মোকাবিলা আমি করব। বেলডাঙা ১ নম্বর ব্লকের ছেতিয়ানিতে ২৫ বিঘে জমির ওপর তৈরি হওয়ার কথা বাবরি মসজিদের। সঙ্গে থাকবে ইসলামিক হাসপাতাল, গেস্ট হাউস, ও হেলিপ্যাড। শিল্যান্যাসস্থলে এখন হুমায়ুন কবীরের অনুগামীদের জোড় তোড়জোড়!কিন্তু কংগ্রেস প্রশ্ন তুলছে আইনশৃঙ্খলা, গঙ্গা ভাঙনের মতো গুরুতর সমস্য়ার কথা তুলে ধরার পরিবর্তে কেন ধর্মকে ভোটের আগে খাড়া করা হচ্ছে?






















