Pakistani Money: কোচবিহারের রাস্তায় পাকিস্তানের নোট! উর্দুতে লেখা আরও নানা তথ্য! আতঙ্কে স্থানীয়রা
Pakistani Note Found Cooch Behar: জানা গিয়েছে, এলাকার এক দোকানদার প্রফুল্ল রায় মঙ্গলবার রাতে রানিরহাট মার্কেটের কাছে ১০ ও ১০০ পাকিস্তানি কারেন্সির দুটি নোট উদ্ধার করেন

শুভেন্দু ভট্টাচার্য, মেখলিগঞ্জ: কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েতের রাস্তার উপর পাওয়া গেল পাকিস্তানের নোট। মেখলিগঞ্জের রানীহাটে ২ টি পাকিস্তানি নোট কুড়িয়ে পান এক যুবক। পাক-নোট ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, এলাকার এক দোকানদার প্রফুল্ল রায় মঙ্গলবার রাতে রানিরহাট মার্কেটের কাছে ১০ ও ১০০ পাকিস্তানি কারেন্সির দুটি নোট উদ্ধার করেন। নোটে ‘স্টেট ব্যাংক অফ পাকিস্তান’ লেখা ছিল এবং উর্দু ভাষায় লেখা অন্যান্য তথ্যও ছিল বলে দাবি করা হয়েছে। এই ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের নোট ২ টি পুলিশের কাছে জমা দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
কীভাবে পাকিস্তানি নোট এল রানিরহাটে, তা ঘিরেই কৌতূহল যেমন বেড়েছে তেমনি উদ্বেগও ছড়িয়েছে। চ্যাংড়াবান্ধায় মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে। সেখানকার ব্যবসায়ীরা জানান পাকিস্তানি মুদ্রা এক্সচেঞ্জ করা হয় না। ফলে সেই নোট কোথা থেকে এল, তা ঘিরেও আরও প্রশ্ন উঠছে।
পাকিস্তানি মুদ্রাকে পাকিস্তানি রুপি (PKR) হিসাবে গণ্য হয়। পাকিস্তানের ১ রুপির মূল্য ভারতে ০.৩১ পয়সা। পাকিস্তানে রুপির মূল্য কম। এরকম ১০০ রুপি ও ১০ রুটো মুদ্রা উদ্ধার হয়েছে।
তাহলে কি এলাকারই কোনও ব্যক্তির সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে? তাদের কাছ থেকেই কি কোনও ভাবে সেই টাকাগুলো পড়ে গিয়েছে? নাকি ভারতে অচল জেনেই কেউ টাকাগুলি ফেলে দিয়েছে?






















