Cooch Behar News: কোচবিহার পুরসভা ভোটে ‘কঠিন’ লড়াইয়ের আগে ৪ নির্দলকে বহিষ্কার তৃণমূলের
Cooch Behar Municipal Election News:নির্দল-কাঁটা সরাতে কোচবিহারে কড়া পথে হাঁটল তৃণমূল নেতৃত্ব। কোচবিহার পুরসভার ৪ নির্দল প্রার্থীকে বহিষ্কার করল শাসকদল।
শুভেন্দু ভট্টাচার্য,কোচবিহার: পুরভোটে (Municipal Election) দলে ‘নির্দল’ বিদ্রোহ রুখতে কোচবিহারে (Cooch Behar) কড়া পদক্ষেপ করল জেলা তৃণমূল নেতৃত্ব (TMC)। কোচবিহার পুরসভার ৪ নির্দল প্রার্থীকে (Independent Candidates) দল থেকে বহিষ্কার করল তারা। ভবিষ্যতে বহিষ্কৃতদের কোনও ভাবেই দলে ফেরানো হবে না বলে জানিয়েছেন উদয়ন গুহ। যদিও তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল প্রার্থী তাতে আমল দিতে নারাজ।
নির্দল-কাঁটা সরাতে কোচবিহারে কড়া পথে হাঁটল তৃণমূল নেতৃত্ব। কোচবিহার পুরসভার ৪ নির্দল প্রার্থীকে বহিষ্কার করল শাসকদল। ‘তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল প্রার্থীদের কোনওদিন দলে ফেরানো হবে না।’জানিয়ে দিলেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন গুহ।
দল টিকিট না দিলেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়া। পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই সামনে এসেছে এই ছবি। যার ব্যতিক্রম ঘটেনি কোচবিহারেও। দলীয় নেতৃত্বের বারবার অনুরোধ সত্ত্বেও যে সকল বিক্ষুব্ধ নেতাকর্মীরা নির্দল হিসেবে লড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেননি, উল্টে তৃণমূল প্রার্থীকে হারাতে প্রচার চালিয়ে গেছেন, এবার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কোচবিহারের তৃণমূল নেতৃত্ব। কোচবিহার পুরসভার ৪ নির্দল প্রার্থীকে তৃণমূল থেকে বহিষ্কার করল দল।
তাঁদের মধ্যে রয়েছেন ২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী উজ্জ্বল তর। যিনি ওই ওয়ার্ডেরই তৃণমূল সভাপতি ছিলেন। ঘাসফুল শিবির তাঁর মাকে টিকিট দেওয়ায়, নির্দল হিসেবে লড়াইয়ে নেমেছেন তিনি। ৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শুভ্রাংশু সাহা। তৃণমূলের প্রথম প্রার্থী তালিকায় তাঁর নাম ছিল। পরে তাঁকে বদলে দল অন্যজনকে প্রার্থী করায় নির্দল হিসেবে লড়ছেন তিনি। ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী দেবস্মিতা পাল যুব তৃণমূল কর্মী ছিলেন। ঘাসফুলের টিকিট না পেয়ে তিনিও নির্দল হিসেবে লড়াইয়ে নামেন। ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কোচবিহার পুরসভার বিদায়ী উপ পুর প্রশাসক। তৃণমূলের প্রথম প্রার্থী তালিকায় তাঁর নাম ছিল। পরে তা বদলে যায়।
উদয়ন গুহ বলেছেন, আমাদের যে ১১ জনের নির্বাচনী কমিটি হয়েছে। কোচবিহারের ৪টি ওয়ার্ডে তৃণমূলে থেকে নির্দলের হয়ে লড়াই করছে। বারবার অনুরোধের পরেও প্রত্যাহার করেননি। পার্টি সিদ্ধান্ত নিয়েছে বহিষ্কার করা হবে। এটাও বলে দিচ্ছি, ভবিষ্যতে ফেরানো হবে না।
পাল্টা নির্দল প্রার্থী শুভ্রাংশু সাহা বলেছেন, আমরা আজকের নিয়ে চিন্তা করছি। অতীতেরটা অতীতে হয়ে গিয়েছে। আগামী দিনে কী হবে, ভাবছি না। আজকে আমি নির্দল। মানুষ আমাকে দাঁড় করিয়েছে। ২৭ তারিখ জিতব। একশো শতাংশ আশাবাদী।
২০২১ বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফলের নিরিখ কোচবিহার পুরসভার ২০টি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি।