Cooch Behar News: চেয়ারম্যান পদে অন্য নাম প্রস্তাব বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরের, তীব্র উত্তেজনা মাথাভাঙায়
Cooch Behar News: শেষমেশ লক্ষপতি প্রামাণিককের নামই চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। ভাইস চেয়ারম্যান হয়েছেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ সাহা।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পুরসভার বোর্ড গঠন (Mathabhanga Municipality Board Formation) ঘিরে উত্তেজনা ছড়াল মাথাভাঙায়। দলের বিরুদ্ধে গিয়ে, অন্য একজনের নাম চেয়ারম্যান (Chairman Election) হিসেবে প্রস্তাব করেন এক তৃণমূল (TMC) কাউন্সিলর। প্রতিবাদে পুরসভার বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদেরই একাংশ। শেষমেশ দলের প্রস্তাব মতোই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান চূড়ান্ত হয়েছেন।
কোচবিহারের মাথাভাঙা পুরসভার ১২টি ওয়ার্ডের মধ্যে, সব কটিতেই জয়ী হয়েছে তৃণমূল। কিন্তু বোর্ড গঠন ঘিরে দেখা দিল তীব্র উত্তেজনা। পুরসভার বাইরে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীদেরই একাংশ। ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর।
এদিন পুরসভায় বোর্ড গঠনের বৈঠকে কাউন্সিলররা ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন ও স্কুল শিক্ষা দফতরের মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। সূত্রের খবর, বৈঠকে প্রথমে চেয়ারম্যান হিসেবে ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লক্ষপতি প্রামাণিকের নাম প্রস্তাব করা হয়। সেই সময়ই ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর সরকার আবার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায়ের নাম চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করেন।
এই খবর বাইরে আসতেই তুমুল উত্তেজনা ছড়ায়। তৃণমূল কাউন্সিলর প্রবীর সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীদেরই একাংশ। সেই স্লোগানের ভাষা ছিল বেশ চড়া।বিক্ষোভকারী এক তৃণমূল কর্মী শুভজিৎ ভৌমিক বলেছেন, আমরা যেটা খবর পেলাম কয়েকজন কাউন্সিলর, দলীয় হুইপ মানছেন না। দল যাঁকে চেয়ারম্যান হিসেবে প্রার্থী করেছে, তাঁর বিরুদ্ধে যাচ্ছেন। আমাদের কাছে খবর আসছে, প্রবীর সরকার দল বিরোধী কাজ করছেন।
এরপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। শেষমেশ লক্ষপতি প্রামাণিককের নামই চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। ভাইস চেয়ারম্যান হয়েছেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ সাহা।
৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর সরকার বলেছেন, (চেয়ারম্যান হয়েছেন লক্ষপতি প্রামাণিক ও ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা। আমি তো অন্য নাম প্রস্তাব করতেই পারি। সমর্থন না করলে বাতিল হয়ে যাবে, সেটাই হয়েছে। তাতে কী অসুবিধা আছে।
তবে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে, দলের অন্দরেই ক্ষোভ দেখা দেওয়ায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
মাথাভাঙায় উত্তেজনা তৈরি হলেও, দিনহাটা ও তুফানগঞ্জে নির্বিঘ্নেই হল বোর্ড গঠন।দিনহাটা পুরসভার চেয়ারম্যান হলেন ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌরীশঙ্কর মাহেশ্বরী। এবং তুফানগঞ্জের চেয়ারম্যান হলেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা ঈশোর।