তুফানগঞ্জে তৃণমূল কর্মী শাহিনুর রহমানের খুনের ঘটনায় গ্রেফতার ৪ বিজেপি কর্মী
সিবিআই-এর পক্ষ থেকে পুলিশ হেফাজতের আবেদন জানানো হলেও আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
![তুফানগঞ্জে তৃণমূল কর্মী শাহিনুর রহমানের খুনের ঘটনায় গ্রেফতার ৪ বিজেপি কর্মী coochbehar 4 BJP worker arrested in Tufanganj Trinamool activist Shahinur Rahman's murder তুফানগঞ্জে তৃণমূল কর্মী শাহিনুর রহমানের খুনের ঘটনায় গ্রেফতার ৪ বিজেপি কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/12/de321552f01dde2d980ef4bc2ba6ad4d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তুফানগঞ্জের চিলাখানায় তৃণমূল কংগ্রেস কর্মী শাহিনুর রহমানের খুনের ঘটনায় গ্রেফতার ৪ বিজেপি কর্মী। এই প্রথম কোনও তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিল তুফানগঞ্জ মহাকুমা আদালত। আজ চারজনকে তুফানগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হয়। সিবিআই-এর পক্ষ থেকে পুলিশ হেফাজতের আবেদন জানানো হলেও আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, গতকালই প্রকাশ্যে খুন হন এক যুবক। মাত্র ২০ হাজার টাকার জন্য ভাটপাড়ায় যুবককে গুলি করে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ভাটপাড়ার বড় শ্রীরামপুরে সিকান্দর দাস নামে ওই যুবকের বাড়িতে আসে স্কুটার আরোহী দুই যুবক।
গন্ডগোলের জেরে যুবককে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, লকডাউনে কাজ ছিল না যুবকের। ২০ হাজার টাকা ধার নেন। টাকা শোধ করতে না পারায় বচসার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
গত শুক্রবার কুলটির বরাকরে ভরসন্ধেয় শ্যুটআউটের ঘটনা ঘটে। এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে দুস্কৃতীরা। এরপর হাসপাতালে মৃত্যু হয় গুলিবিদ্ধ যুবকের। বরাকর বাজার সংলগ্ন এলাকায় নির্মীয়মান বাড়িতে এই ঘটনাটি ঘটে। গতকালই বন্ধুদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছিল পরিবার।
বরাকরে যুবক খুনে মূল অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার কুলটির বরাকর বাজার থেকে কিছুটা দূরে নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হয় ২৪ বছরের শাহবাজ খানের গুলিবিদ্ধ দেহ। মৃতের পরিবার অভিযোগ তোলে শাহবাজকে জোর করে মাদক পাচারে নামানোর চেষ্টা চলছিল। রাজি না হওয়াতেই খুন করা হয়। খুনের ঘটনায় মূল অভিযুক্ত বান্টি মজুমদার ও তার সঙ্গী রাকেশ শর্মাকে গতকাল গভীর রাতে বরাকর স্টেশন সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করে কুলটি থানার পুলিশ। অভিযুক্তরা বাইরে পালানোর ছক কষেছিল বলে পুলিশের দাবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)