Coochbehar: পড়ুয়াদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে স্কুলের উদ্যোগে "দুয়ারে স্কুল" কর্মসূচি
স্কুল বন্ধ থাকলেও বন্ধ নেই কন্যাশ্রী, ঐক্যশ্রী-র মতো ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি সহায়তা প্রকল্প
শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: ছাত্র-ছাত্রীদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে স্কুলের উদ্যোগে "দুয়ারে স্কুল" কর্মসূচি শুরু হল কোচবিহারের দিনহাটায়।
স্কুল বন্ধ থাকলেও বন্ধ নেই কন্যাশ্রী, ঐক্যশ্রী-র মতো ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি সহায়তা প্রকল্প। এসব প্রকল্পের সুবিধা পেতে বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের স্কুলে এসে তথ্য জমা দিতে হয়।
পরিস্থিতির কথা বিবেচনা করে দিনহাটার জোরপাকুরি হাইস্কুলের উদ্যোগে শুরু হলো "দুয়ারে স্কুল" কর্মসূচি। এর মাধ্যমে গ্রামগুলিতে গিয়ে ক্যাম্প করে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ হচ্ছে কোভিড বিধি মেনে।
স্কুলের প্রধান শিক্ষক কৌশিক সরকার বলেন, "বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাদের ফোনেও পাওয়া যাচ্ছে না। কিন্তু বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা যাতে তারা পায়, তার জন্য দুয়ারে স্কুল প্রকল্প শুরু করেছি। এতে গ্রামে গ্রামে গিয়ে সরাসরি ছাত্রছাত্রীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অনলাইনে আবেদন করানো হচ্ছে।"
এই স্কুলের প্রায় ১০০০ জন ছাত্র-ছাত্রী, এর মধ্যে অর্ধেক সংখ্যক ছাত্রছাত্রী কন্যাশ্রী, শিক্ষাশ্রী সহ একাধিক সরকারি প্রকল্পের আওতাধীন। স্কুল বন্ধ থাকায় এদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছিল না স্কুল কর্তৃপক্ষ। তাই এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। এক ছাত্রের অভিভাবক শামসুল মিঞা বলেন, "এটা খুব ভালো উদ্যোগ এবং নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে আমাদের অনেক সুবিধে হলো। স্কুলের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া না হলে হয়তো প্রকল্পগুলির সুবিধা আমাদের ছেলেমেয়েরা পেতই না।"
জেলার অন্য একটি খবরে, তৃণমূলের ব্লক সভাপতি বদল ঘিরে এবার দিনহাটার গীতালদহে উঠল গুলি চলার অভিযোগ। ছোড়া হয় তিরও। সম্প্রতি প্রসন্ন দেবশর্মার বদলে, দিনহাটার একের এ ব্লকের সভাপতি করা হয় সঞ্জয় বর্মনকে। এনিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ।
নতুন ব্লক সভাপতিকে ঘিরে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। তার রেশ ধরেই গতকাল সংঘর্ষে জড়ায় শাসকদলের দুই গোষ্ঠী। গুলিও চলে বলে অভিযোগ। সংঘর্ষে আহত ৩ জন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের একজনের গুলি লেগেছে বলে অভিযোগ। গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না, সাফ জানিয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন গুহ।