WB Covid Update: আবারও ফিরছে ভয়াবহ দিন? প্রায় সাড়ে ৩ মাস পর রাজ্যে ২০০-র উপরে করোনার দৈনিক সংক্রমণ
West Bengal Covid Update: ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩০ জন, মৃত্যু হয়েছে ১ জনের। সংক্রমণ হারও প্রায় ৩ শতাংশ। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ।
কলকাতা: রাজ্যে (West Bengal) একধাক্কায় অনেকটা বাড়ল করোনা সংক্রমণ (Corona Infection)। একদিনে সংক্রমণ বাড়ল ৭০ শতাংশর বেশি। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে (West Bengal Corona ) একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ফের ২০০ পার করেছে। প্রায় সাড়ে ৩ মাস পর ২০০-র উপর দৈনিক সংক্রমণ। ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩০ জন, মৃত্যু হয়েছে ১ জনের। সংক্রমণ হারও প্রায় ৩ শতাংশ। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ।
রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ১১ মে প্রায় ৩ মাস পর, ফের দৈনিক সংক্রমণের সংখ্যা ১০০ পার করেছিল। কলকাতাতেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
WB COVID-19 Daily Health Bulletin: 15 June 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) June 15, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১৫ জুন ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/qhmp5Pewbo
দেশের করোনা আপডেট: চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ। দৈনিক আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছুঁইছুঁই। ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮২২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৫৯৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের।
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৯২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ৪৫ হাজার ৫১৭। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ১২ হাজার ১২১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৬৪ লক্ষ ৮৪ হাজার ৮৬৪।
আরও পড়ুন: Polio virus : দেশকে পোলিও-মুক্ত ঘোষণা করার ৮ বছর পর কলকাতায় মিলল পোলিও ভাইরাস !