Coronavirus In India Live : বয়স্ক ও অসুস্থদের টিকাকরণে নজর দিতে হবে, নির্দেশ প্রধানমন্ত্রীর
Coronavirus news updates Live : বিশেষজ্ঞরা বলছেন, চিনে করোনা সংক্রমণের যে বাড়বাড়ন্ত এসেছে, তা ৯০ দিন ধরে চলবে
LIVE

Background
Coronavirus Live Updates: বয়স্ক ও অসুস্থদের টিকাকরণে নজর দিতে হবে, নির্দেশ প্রধানমন্ত্রীর
ভারতেও ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ সেভেন আক্রান্তর হদিশ। দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, নীতি আয়োগের সিইও। জিন বিশ্লেষণে আরও বেশি জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে হাসপাতালের পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারে জোর দিতে পরামর্শ। বয়স্ক ও অসুস্থদের টিকাকরণে নজর দিতে হবে, নির্দেশ প্রধানমন্ত্রীর।
চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর বাধ্যতামূলকের নির্দেশ
Covid19 News Updates: ফের করোনার চোখ রাঙানি, পরিস্থিতির উপর নজর রাখছি, বললেন মুখ্যমন্ত্রী
উৎসবের মরশুমে ফের করোনার চোখ রাঙানি। পরিস্থিতির উপর নজর রাখছি, বললেন মুখ্যমন্ত্রী।
Coronavirus Live Updates: ভারতেও ওমিক্রনের নতুন প্রজাতি, রাজ্যগুলিকে হাসপাতালের পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
ভারতেও ওমিক্রনের নতুন প্রজাতিতে আক্রান্তর হদিশ। রাজ্যগুলিকে হাসপাতালের পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। জিন পরীক্ষায় জোর স্বাস্থ্য ভবনের।
Covid19 News Updates: চিনে ফের করোনার আতঙ্ক, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত
চিনে ফের করোনার আতঙ্ক, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত। 'চিনে প্রতিদিন ১০ লক্ষের বেশি আক্রান্ত, অন্তত ৫ হাজার জনের মৃত্যু'। 'জানুয়ারিতে শুধু চিনেই করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে পারে সাড়ে ৩ লক্ষ'। রিপোর্টে এমনই দাবি লন্ডনের গবেষণাকারী সংস্থা এয়ারফিনিটির।
Coronavirus Live Updates: শনিবার থেকে করোনা বিধি ফিরছে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে
শনিবার থেকে করোনা বিধি ফিরছে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরেই ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত। 'কোভিডের সংক্রমণ বেশি, এমন দেশে এখনই উড়ান বন্ধ নয়'। সেসব দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ নয়, খবর বিমানবন্দর সূত্রে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
