Central Agency Role : 'সকালে পার্থবাবু, বিকালে সন্দীপবাবু...ভরসা রাখা কঠিন', বিরোধীদের প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা
CBI and ED Investigation: কেন্দ্রীয় এজেন্সির হাতে থাকা, একের পর এক মামলায়, জামিনের ধারা অবশ্য় চলছে বেশ কিছুদিন ধরেই।
কলকাতা : আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায়, CBI ৯০ দিনেও চার্জশিট দিতে ব্যর্থ হওয়ায়, জামিন পেয়ে গেলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অন্যদিকে, নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়ও। এরপরই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এর পাশাপাশি উঠছে 'সেটিংয়ের' অভিযোগও। আক্রমণ শানিয়েছেন বিরোধীরা।
এ প্রসঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলছেন, "আমরা যে ১০ বছর ধরে বলে আসছি, তৃণমূল-বিজেপি সেটিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রের সরকারের বোঝাপড়া। আমরা সত্যি বলছিলাম, নাকি আমরা মিথ্যা বলছিলাম ? আর কবে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা স্বীকার করবেন যে, ওঁদের মাথারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিক্রি হয়ে বসে আছেন।"
অন্যদিকে আক্রমণ শানিয়েছেন সৃজন ভট্টাচার্যও । তিনি বলেন, "বিচারব্যবস্থা, তদন্তকারী সংস্থা...এগুলোর ওপর সাধারণ মানুষ ভরসা রাখতে চান। সকালে পার্থবাবু, বিকালে সন্দীপবাবু..যেভাবে জামিন পেয়ে গেলেন, সাধারণ মানুষের সিবিআইয়ের মতো সংস্থার প্রতি ভরসা রাখা কঠিন হয়ে পড়ল। আমরা লড়াই ছাড়ব না। আমাদের ধরে রাখা ছিল, সারদা-নারদ যেমন হয়েছে, সিবিআই-ইডি এই ধরনের তদন্তকারী সংস্থা, দিল্লির বিজেপির খপ্পরে পড়ে, তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়ার দরুণ তৃণমূলের হয়ে যারা অপরাধ করেন, তাঁদের যে কোনো সময় ছাড় দিয়ে দিতে পারে। সুতরাং, এটা আমাদের একেবারে আশঙ্কার মধ্যে ছিল না তা নয়। আমরা শুধু এটুকু বলতে পারি, অভয়ার ন্যায়বিচারের আন্দোলন কাল থেকে নতুন পর্যায়ের-নতুন উদ্যমে শুরু হবে। 'তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না', এটাই আমাদের স্লোগান থাকবে।"
"এর পিছনে রাজনৈতিক হস্তক্ষেপ আছে" বলে মত সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যেরও। তিনি বলেন, "আমার নিজের ধারণা, ওঁদের দুই জনকে জামিন পাইয়ে দেওয়ার জন্যই সিবিআই চার্জশিট দাখিল করেনি। ৯০ দিনে চার্জশিট দাখিল না করলে, আইনত স্বাভাবিক কারণেই তাঁরা জামিন পেয়ে যান। এটা সিবিআই কোনো রাজনৈতিক নির্দেশে করেছে কি না নির্দিষ্ট করে বলতে পারব না। কিন্তু, সাম্প্রতিক ঘটনাবলী দেখে আমার মনে হচ্ছে, এর পিছনে রাজনৈতিক হস্তক্ষেপ আছে। তাই চার্জশিটটা দেরি করে দেওয়া হল। আর কিছুই না।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।