(Source: ECI/ABP News/ABP Majha)
Santiniketan News: একের পর এক ধর্ষণ, নারীর উপর অত্যাচার, শান্তিনিকেতনে প্রতিবাদ মিছিল সিপিএম মহিলা সমিতির
Santiniketan CPM News: গত শুক্রবার শান্তিনিকেতন থেকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সামনে আসে।
আবীর ইসলাম, বীরভূম: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাগাতার খুন, ধর্ষণ, অত্যাচারের ঘটনা উঠে আসছে। তা নিয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করল সিপিএম-এর (CPM) রাজ্য মহিলা সমিতি। বুধবার শান্তিনিকেতনের (Santiniketan News) বকুলতলা মোড়ে সিপিএম-এর রাজ্য মহিলা সমিতির সম্পাদিকা কনীনিকা ঘোষ, রাজ্য মহিলা সভানেত্রী অঞ্জু কর এবং কেন্দ্র কমিটির সদস্য দেবলীনা হেমব্রম-সহ অন্য নেতৃবৃন্দ বোলপুর শহরে মিছিল করে স্মারকলিপি জমা দেন। তাতে রাজ্যের বর্তমান পরিস্থিতি, আইন-শৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তা বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার জানানো হয়। প্রশ্ন তোলা হয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে।
শান্তিনিকেতনেও লালসার শিকার হয়েছে নাবালিকা
গত শুক্রবার শান্তিনিকেতন থেকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সামনে আসে। শান্তিনিকেতন থানার আদিত্যপুরে চড়ক মেলা ছিল। অভিযোগ, সেই মেলা থেকে এক নাবালিকাকে অন্ধকার ফাঁকা মাঠে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। সকলে মিলে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের লোকজন শান্তিনিকেতন থানায় এ নিয়ে অভিযোগ জানান।
সেই নিয়েও ১ কিমি দূরে বোলপুর শান্তিনিকেতন (Shantiniketan) রাস্তার পাশে বকুলতলা মোড়ের কাছে বামেদের ধর্না মঞ্চ তৈরি হয়েছিল। রাজ্যজুড়ে প্রতিদিনই নরকীয় হত্যাকাণ্ড, ধর্ষণ পাশাপাশি এই ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে এই প্রতিবাদ বলে জানানো হয়।
রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে
রাজ্যে পর পর ধর্ষণ, ধর্ষণের চেষ্টা এবং শ্লীলনাহানির অভিযোগ উঠে এসেছে বিগত কয়েক দিনে। তা নিয়ে এর আগে মুর্শিদাবাদের ভগবানগোলায় সিপিএম-এর প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। সেই প্রতিবাদ মিছিলকে নিশানা করতে গিয়ে কার্যত হুমকি দিয়ে বসেছিলেন তৃণমূলের ভগবানগোলা ১ নম্বর ব্লক সভাপতি আফরোজ সরকারের। ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘‘ধর্ষণের কোনও অভিযোগ থাকলে আমাদের জানাক। আমরাই পুলিশকে বলব। ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ সত্যি হলে। সিপিএম এসব নিয়ে বাড়াবাড়ি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কলঙ্কিত করতে চাইছে।’’ ‘ডান্ডা মেরে ঠান্ডা’ করে দেওয়ার কথাও শোনা যায় তাঁর মুখে।