North 24 Parganas News: দত্তপুকুরে মধ্যযুগীয় বর্বরতার ছবি! বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে চুল কেটে নেওয়ার অভিযোগ
মহিলাকে মারধর ও চুল কেটে নেওয়ার ছবি ভাইরাল। যদিও এবিপি আনন্দ এই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি। ঘটনায় তিন মহিলার বিরুদ্ধে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সমীরণ পাল, দত্তপুকুর: দত্তপুকুরের বামনগাছিতে মধ্যযুগীয় বর্বরতার ছবি। বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে এক গৃহবধূ ও এক ব্যক্তিকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ। মহিলাকে মারধর ও চুল কেটে নেওয়ার ছবি ভাইরাল। যদিও এবিপি আনন্দ এই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি। ঘটনায় তিন মহিলার বিরুদ্ধে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এক গৃহবধূর সঙ্গে এলাকার এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। গতকাল ঘনিষ্ঠ অবস্থায় দু’জন ধরা পড়ে। সেইসময় ওই ব্যক্তির আত্মীয়রা দু’জনের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ।
ভাইরাল ভিডিও: ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলার চুল কেটে নেওয়া হচ্ছে। আশেপাশে রয়েছেন আরও বেশ কয়েকজন। ভিডিওতে দেখা যাচ্ছে মহিলার চুল কাটা নিয়ে রীতিমতো উচ্ছ্বাসে মেতে উঠেছেন উপস্থিত সবাই। এক বিষয়ে স্থানীয় এক মহিলা জানিয়েছেন, বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে দুজনেরই চুল কাটা মারধর করা হয়েছে। আরেক স্থানীয়র দাবি, কে কেটেছে দেখিনি। নাম বলতে পারব না। শুনেছি দুজনকেই মারধর করা হয়েছে। কার মারধর করেছে জানি না।
গত সপ্তাহের পূর্ব বর্ধমানের ভাতারে ডাইনি অপবাদে দুই মহিলাকে হেনস্থার অভিযোগ ওঠে। কুলচণ্ডা গ্রামের দুই মহিলার ঝাড়ফুঁকের জন্য এক যুবক অসুস্থ হয়ে পড়েছেন, এই অভিযোগ তোলেন গ্রামবাসীদের একাংশ। পুলিশ সূত্রে খবর, এরপর ওঝা এসে বিধান দেন, ওই দুই মহিলা ডাইনি। গত ৯ এপ্রিল এ নিয়ে গ্রামে সভা বসে। সেই সভার পর দুই মহিলাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ভাতার থানার পুলিশ তাঁদের উদ্ধার করে। গতকাল ভাতারের বিডিও এবং থানার ওসি গ্রামবাসীদের বুঝিয়ে অসুস্থ যুবককে হাসপাতালে ভর্তি করান।
এবিষয়ে ভাতারের বিডিও অরুণকুমার বিশ্বাস বলেন, "আমরা লোকজনকে বুঝিয়েছি। প্রশাসনের তরফে এলাকায় প্রচারও করা হবে। বিজ্ঞান ভিত্তিক সংস্থাগুলিকেও সচেতনতা মূলক প্রচার করার জন্য আবেদন করা হবে।শারীরিক নিগ্রহের আগেই দুই মহিলাকে উদ্ধার করা হয়।'' পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বর্ধমান জেলা শাখার কার্যকরী সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা কুসংস্কার। বিজ্ঞান মঞ্চ এলাকায় গিয়ে সচেতনতা শিবির করবে এবং মানুষকে বোঝাবে।''
আরও পড়ুন: Bhangar News: জমি দখল নিয়ে দ্বন্দ্ব, মহিলাকে গুলি করে খুনের হুমকি! অভিযুক্ত তৃণমূল নেতা