Cyclone Alert: বাংলায় 'অশনি' সংকেত, দুর্যোগ আসার আগেই তৎপর দক্ষিণ ২৪ পরগনা
Cyclone Alert in Bengal: এই ঝড় আসার আগেই ক্যানিং মহকুমা প্রশাসক আগাম ব্যবস্থা নিতে চলেছেন বলেই জানা গিয়েছে।
শান্তনু নস্কর, ক্যানিং: ফের ঘূর্ণিঝড়ের (Cyclone) ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল দক্ষিণ আন্দামান (Andaman) সাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। আজ তা গভীর নিম্নচাপে (Depression) পরিণত হতে পারে। রবিবারের মধ্যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনি (Ashani)-তে পরিণত হওয়ার সম্ভাবনা। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তৎপর মহকুমা প্রশাসন। নদী বাঁধ পরিদর্শন করেন মহকুমা শাসক।
প্রাকৃতিক দুর্যোগ আসলেই ক্ষতির দাপট বাড়তে থাকে দক্ষিণ ২৪ পরগনায়। তাই এবার এই ঝড় আসার আগেই ক্যানিং মহকুমা প্রশাসক আগাম ব্যবস্থা নিতে চলেছেন বলেই জানা গিয়েছে। ক্যানিং মহাকুমার বিভিন্ন দফতরে আধিকারিকদের নিয়ে চলছে প্রস্তুতি বৈঠক। ক্যানিং ১ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিককে সঙ্গে নিয়ে নদী বাঁধ পরিদর্শন করলেন ক্যানিং মহকুমা শাসক আজাহার জিয়া।
আরও পড়ুন, গভীর থেকে গভীরতম হচ্ছে নিম্নচাপ, উত্তাল সমুদ্র; সাইক্লোন-সতর্কতা জারি একাধিক জেলায়
দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমার ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকায় নদী বাঁধ পরিদর্শন করেন মহকুমা শাসক। যে সমস্ত নদীবাঁধ ক্ষতবিক্ষত ও দুর্বল অবস্থায় রয়েছে সেগুলিকে দ্রুত মেরামতি করার নির্দেশ দেন। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ট্রিপল ও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষদেরকে সচেতন করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকার স্কুল ও ফ্লাট সেন্টারগুলোকে খুলে রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন মহকুমা শাসক।
মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে অবস্থান করবে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার এই পরিবর্তনের ফলে রাজ্যে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই সময়ে মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবরকম ব্যবস্থা রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন ক্যানিং মহকুমা শাসক।