Darjeeling: একের পর এক, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
Child Death: ফের একের পর এক সদ্যোজাতের মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। যদিও চিকিৎসকের দাবি ওই শিশুদের ওজন কম ছিল, গর্ভাবস্থায় হত না মায়ের সঠিক পরিচর্যাও। সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ১৯ শিশু।
বাচ্চু দাস, দার্জিলিং: ফের ৩ শিশুর মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। গত ২৪ ঘণ্টা জ্বর, শ্বাসকষ্ট-সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ২২ জন শিশু। ইতিমধ্যেই সুস্থ হয়ে ছাড়া পেয়ে গিয়েছে ১৯ জন শিশু।
কারও বয়স ৪ ঘণ্টা, কারও হয়তো খুব বেশি হলে তিন দিন। কারও আবার হয়তো ৯ দিন। যে বয়সে মায়ের কোলে থাকার কথা, তখন সময় কেটেছে হাসপাতালের বিছানায়। মায়ের স্পর্শ, স্নেহ ঠিকমতো বোঝার আগেই ফুরিয়ে গেল তাদের প্রাণশক্তি। গত ২৪ ঘণ্টায় তিন সদ্যোজাতর মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। যদিও চিকিৎসকের দাবি, ওই তিন মৃত শিশুদের ওজন কম ছিল।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, 'যে শিশুরা মারা গেছে তাদের ওজন কম ছিল। আবার অনেক ক্ষেত্রেই অসুস্থ শিশুদের দেরি করে আনা হচ্ছে হাসপাতালে। মায়েদের গর্ভবতী অবস্থায় ঠিকমতো পরিচর্যা করা হচ্ছে না। অনেক সময় ডাক্তারের নির্দেশ ছাড়া গুগল সার্চ করে নিজেরাই অনেক কিছু করে ফেলেন ফলে সমস্যা বাড়ে।'
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ জন শিশু ভর্তি হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তার মধ্যে ৩ জনের জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ ছিল। বাকি শিশুদের কারও ওজন কম, কারও রয়েছে হৃদযন্ত্রের সমস্যা। তাদের মধ্যে ডায়েরিয়া আক্রান্ত কেউ কেউ। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই ছুটি পেয়েছে ১৯ জন শিশু।
মাসখানেক আগেও একই ছবি ধরা পড়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। ধারাবাহিক শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন দার্জিলিং জেলা কংগ্রেস। একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছিল সিপিএম। পাল্টা জবাব দেয় শাসক শিবির। হাসপাতাল সুপার দাবি করেন, নিয়ন্ত্রণেই রয়েছে পরিস্থিতি।