উত্তরবঙ্গ মেডিক্যালে ধারাবাহিক শিশুমৃত্যু, মুখ্যমন্ত্রীকে চিঠি দার্জিলিং জেলা কংগ্রেসের
পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির। হাসপাতাল সুপারের দাবি, নিয়ন্ত্রণেই রয়েছে পরিস্থিতি।
সনৎ ঝা, দার্জিলিং: উত্তরবঙ্গ মেডিক্যালে ধারাবাহিক শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল দার্জিলিং জেলা কংগ্রেস। একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে সিপিএম। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির। হাসপাতাল সুপারের দাবি, নিয়ন্ত্রণেই রয়েছে পরিস্থিতি।
প্রায় রোজই শিশু মৃত্যুর খবর আসছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে। তার মধ্যেই প্রতিদিন জ্বর আর শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। তা নিয়ে বাড়ছে উদ্বেগ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, ১ অক্টোবর থেকে ৫ অক্টোবরের মধ্যে হাসপাতালে মোট ২৪ জন শিশুর মৃত্যু হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২৫ জন শিশুর। পরপর শিশুমৃত্যুর জন্য একাধিক কারণকে দায়ী করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক জানিয়েছেন, ৯ জন সদ্যোজাত শিশু মারা গিয়েছে অপুষ্টি ও আন্ডারওয়েট থাকার কারণে। জ্বর, শ্বাসকষ্টে কোনও শিশুর মৃত্যু হয়নি। প্রচুর রেফার কেস আসছে খুব খারাপ অবস্থায়। অধিকাংশ ক্ষেত্রেই কিছু করার থাকে না। রেফার কমানোর জন্য স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করলেও, বিরোধীরা তা মানতে নারাজ।
শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন দার্জিলিং জেলার কংগ্রেস সভাপতি। দার্জিলিং জেলার কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকারের কথায়, করোনা পরিস্থিতিতে মিড ডে মিল বন্ধ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ। শিশু ও মা অপুষ্টির শিকার। সেকারণেই অপুষ্টিতে মৃত্যু। সামগ্রিক ভাবে বিষয়টিতে নজর দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী নিজে দেখুন। শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ এনেছেন জেলা সিপিএম নেতৃত্ব।
দার্জিলিং জেলার সিপিএম সম্পাদক জীবেশ সরকার জানিয়েছেন, শিশুমৃত্যুর সঙ্গে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গির প্রাদুর্ভাব। পুজোর সময় বাড়ে। বর্ষার আগেই ব্যবস্থা নিতে হয়। শাসক দল এতটাই উদাসীন ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এখনই দল তৈরি করে নিয়ন্ত্রণ না করলে করোনার মতো বাড়াবাড়ি হবে ডেঙ্গির। বিরোধীরা সমালোচনায় মুখর হতেই, পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।
শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলী ও তৃণমূল সদস্য রঞ্জন সরকার, ওনাদের উদ্বেগে থাকার কোনও কারণ নেই। প্রশাসন ও স্বাস্থ্য দফতর নিয়ম মেনেই কাজ করছে। সমালোচনা করলে গঠনমূলক সামোলচনা করুন। বিষয়টি নিয়ে এখনই উদ্বেগের কিছু হয়নি। রাজনৈতিক তরজা চলছে। তার মধ্যেই গত ২৪ ঘণ্টায় ৪৩ জন শিশু জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি হয়েছে।