Darjeeling: দুধিয়ায় আটকে পড়া ১১ পর্যটককে নিরাপদে উদ্ধার
Darjeeling News: শিলিগুড়ি ও আশেপাশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী বা স্থানীয় পর্যটকরা দার্জিলিং পাহাড়ের পাদদেশে অবস্থিত দুধিয়ায় পাহাড়ের মনোরম পরিবেশ উপভোগ করতে আসেন।
মোহন প্রসাদ, দার্জিলিং: দুধিয়ায় (Dudhia) ঘুরতে গিয়ে বিপদের সম্মুখিন হয়েছিলেন তাঁরা। অবশেষে বালাসন (Balasan River) নদীর তীরে আটকে পড়া ১১ স্থানীয় পর্যটককে নিরাপদে উদ্ধার করা হল। কার্শিয়াং (Kurseong) দমকল কর্মী, কার্শিয়াং পুলিশ ও স্থানীদের চেষ্টার পর গতকাল রাত ৮টা নাগাদ পর্যটকদের উদ্ধার করা হয়।
গতকাল রবিবার ছিল। ছুটির দিন। আর ছুটির দিনে এই পর্যটনকেন্দ্র গুলোতে ভিড় বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতি রবিবার শিলিগুড়ি ও আশেপাশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী বা স্থানীয় পর্যটকরা দার্জিলিং পাহাড়ের পাদদেশে অবস্থিত দুধিয়ায় পাহাড়ের মনোরম পরিবেশ উপভোগ করতে আসেন। গতকাল দেশবন্ধু পাড়ার ১৩ জন পর্যটকদের একটি দল রবিবার দুধিয়া গিয়েছিলেন। সেখানে সেই সময় সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু দুধিয়ায় বালাসন নদীর তীরে পর্যটকরা যখন গিয়েছিলেন, সেই সময় জলের স্তর আচমকাই বেড়ে যায়। দার্জিলিংয়ে অবিরাম বৃষ্টি চলছে এই মুহূর্ত। গতকাল থেকে ক্রমাগত বৃষ্টি চলছে দার্জিলিংয়ে।
স্থানীয় সূত্রে খবর, অবিরাম বৃষ্টির কারণেই দুধিয়া অঞ্চলে বালাসন নদীর একটি তীরে আটকে পড়েন সেই পর্যটকরা। শেষ পর্যন্ত কার্শিয়াং দমকল কর্মী, কার্শিয়াং পুলিশ ও স্থানীদের চেষ্টার পর গভীর সন্ধেয় ১১ জনকে উদ্ধার করা হয়। তবে এখনও আতঙ্কে রয়েছেন সেই পর্যটকরা। ঘুরতে গিয়ে এমন বিপদের মুখে পড়তে হবে, তা হয়ত বুঝতেও পারেননি পর্যটকরা।
উল্লেখ্য, আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) ভারী বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar), এই তিন জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বালুরঘাটের ওপর দিয়ে গেছে। আজ থেকে তা ক্রমশ নীচের দিকে নামবে। এর প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: খরা কাটতে চলছে কলকাতার বৃষ্টি-বরাতে, কেমন থাকবে আবহাওয়া? জানুন