Darjeeling Weather : মেঘের মাঝে রোদের খেলা, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের ইঙ্গিত শৈলশহরে
Darjeeling Weather Report : আগামী ৪ থেকে ৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস
![Darjeeling Weather : মেঘের মাঝে রোদের খেলা, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের ইঙ্গিত শৈলশহরে Darjeeling Weather Report Get to know about weather forecast of Darjeeling district today from West Bengal 27 March Darjeeling Weather : মেঘের মাঝে রোদের খেলা, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের ইঙ্গিত শৈলশহরে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/5972ae4ed80f816753938ff5626da3f7167991262418053_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: উত্তরবঙ্গে গত সপ্তাহে ভারী বৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টিতে ভিজেছে পাহাড়। এই সপ্তাহেও দার্জিলিং, কালিম্পং, , আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ৪ থেকে ৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তার মধ্যে সোমবার মাঝে মধ্যে ঝকঝকে রোদের দেখাও মিলতে পারে।
আজ দার্জিলিং-এর আবহাওয়ার ঝলক
বৃষ্টিপাত: 9%
আর্দ্রতা: 58%
বাতাস: 6 কিমি/ঘন্টা
আজ শৈলশহরের আবহাওয়া কেমন
দিন (Day) | সর্বনিম্ন তাপমাত্রা (Min) |
সর্বোচ্চ তাপমাত্রা (Max) |
সারাদিনের আবহাওয়া কেমন যেতে পারে |
---|---|---|---|
27 মার্চ |
8.0 | 19.0 | মেঘলা আকাশ, মাঝে মাঝে ঝকঝকে রোদও |
পরতে পরতে ব্রিটিশ স্থাপত্য বহন করে চলা এই শহরের একাধিক ভবনকে দেখলে মনে পড়তেই পারে পুরনো লন্ডনের কথা। তিব্বতি ভাষা ‘Dorje’ শব্দের মানে দেবরাজ ইন্দ্রর অস্ত্র বজ্র। আর ‘Ling’ কথার অর্থ, ল্যান্ড বা স্থান। তার থেকেই দার্জিলিং নামের উৎপত্তি।
দার্জিলিং ভ্রমণের সেরা সময় :মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর।
দার্জিলিংয়ে শীত উপভোগ করার সময় : ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি।
দার্জিলিং ভ্রমণ বর্ষার জন্য ঝুঁকির হয় : জুন থেকে সেপ্টেম্বর।
দার্জিলিং ভ্রমণের সেরা সময় :
টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে।
![Darjeeling Weather : মেঘের মাঝে রোদের খেলা, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের ইঙ্গিত শৈলশহরে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/20/5d6fbf4d87a7447c9ca4d05ac6e510a1_original.jpg)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)