রোদ ঝলমলে পাহাড়ে শীতের আমেজ, পর্যটকদের হাতছানি দিচ্ছে দার্জিলিং
জেনে নিন শৈলশহরের আবহাওয়ার হাল হকিকত ।
![রোদ ঝলমলে পাহাড়ে শীতের আমেজ, পর্যটকদের হাতছানি দিচ্ছে দার্জিলিং Darjeeling Weather Report Get to know about weather forecast of Darjeeling district today from West Bengal 29 October রোদ ঝলমলে পাহাড়ে শীতের আমেজ, পর্যটকদের হাতছানি দিচ্ছে দার্জিলিং](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/29/872a31f2a547b9ea126d1d670c5b271d166704140973053_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দার্জিলিং : নভেম্বর ডিসেম্বর মানেই পাহাড়ে পর্যটনের মরসুম। ঝলমলে রোদে খিলখিলিয়ে হাসবে পাহাড়। আর সেই সঙ্গে জাঁকিয়ে শীত। কয়েক মাসের বর্ষণের ক্লান্তির পর ফের রোদের মুখ দেখছে দার্জিলিং পাহাড়। সেই সঙ্গে পর্যটকরা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘাও।
আজ দার্জিলিং-এ
আর্দ্রতা: 63%
বাতাস: 6 কিমি/ঘন্টা
আজ শৈলশহরের আবহাওয়া কেমন
দিন (Day) | সর্বনিম্ন তাপমাত্রা (Min) |
সর্বোচ্চ তাপমাত্রা (Max) |
সারাদিনের আবহাওয়া কেমন যেতে পারে |
---|---|---|---|
29 October | 11.0 | 19.0 | ঝলমলে দিন, মাঝে মধ্যে মেঘ |
দার্জিলিং ভ্রমণের সেরা সময় :
টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে।
দার্জিলিং-এ বর্ষা: দার্জিলিংয়ে বর্ষা মে-র শেষ থেকেশুরু হয়। এই সময়ের মধ্যে প্রবল বৃষ্টি হলেও শহরের আবহাওয়া অত্যন্ত মনোরম এবং আরামদায়ক । অক্টোবর থেকে ডিসেম্বর, দার্জিলিং বেড়াতে যাওয়ার সেরা মরসুম।
![রোদ ঝলমলে পাহাড়ে শীতের আমেজ, পর্যটকদের হাতছানি দিচ্ছে দার্জিলিং](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/20/5d6fbf4d87a7447c9ca4d05ac6e510a1_original.jpg)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)