Darjeeling Weather : উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, তবে লক্ষ্মীপুজোয় কাঁটা হবে না দুর্যোগ
Darjeeling Weather Update : মাঝে মধ্যে রোদের ঝিলিক দেখা দিলেও, আকাশ মূলত মেঘলাই থাকবে।
দার্জিলিং : আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে লক্ষ্মী পুজোর দিন থেকে বৃষ্টির পরিমাণ কমবে। যদিও কলকাতায় এক-দু'পশলা হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি না হলেও মেঘলাই থাকবে দার্জিলিং। মাঝে মধ্যে রোদের ঝিলিক দেখা দিলেও, আকাশ মূলত মেঘলাই থাকবে। ছাতা বা রেনকোট সঙ্গী করেই যাতায়াত করতে হবে পর্যটকদের।
আজ দার্জিলিং-এ
আর্দ্রতা: 96%
বাতাস: 2 কিমি/ঘন্টা
আজ শৈলশহরের আবহাওয়া কেমন
দিন (Day) | সর্বনিম্ন তাপমাত্রা (Min) |
সর্বোচ্চ তাপমাত্রা (Max) |
সারাদিনের আবহাওয়া কেমন যেতে পারে |
---|---|---|---|
9 October | 14.0 | 19.0 | হালকা থেকে ভারী বৃষ্টি দিনভর, মাঝেমধ্য রোদ |
দার্জিলিং ভ্রমণের সেরা সময় :
টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে।
দার্জিলিং-এ বর্ষা: দার্জিলিংয়ে বর্ষা মে-র শেষ থেকেশুরু হয়। এই সময়ের মধ্যে প্রবল বৃষ্টি হলেও শহরের আবহাওয়া অত্যন্ত মনোরম এবং আরামদায়ক । আপনি যদি সমতলের গ্রীষ্মের তাপ থেকে বাঁচতে চান তবে দার্জিলিংয়ে যান।