West Bengal Live Blog: শুভেন্দুর সাসপেনশনের প্রতিবাদে উত্তাল বিধানসভা, মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন টানা স্লোগান, উত্তপ্ত বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপির
West Bengal Live Update: শহর থেকে জেলা, সব খবর জেনে নিন এক মুহূর্তে

Background
কলকাতা: কুমোরটুলির পর কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ঘোলার কাছে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার। মৃতের হাত-পা-মুখ টেপ দিয়ে বাঁধা ছিল। অ্যাপ ক্যাবে করে আকাশি রঙের ট্রলি ব্যাগে দেহ পাচারের চেষ্টা ২ দুষ্কৃতীর। চালকের সন্দেহ হওয়ায় ১০০ নম্বরে ডায়াল করতে যায় চালক। ১ জন পালিয়ে গেলেও অপর দুষ্কৃতীকে জাপটে ধরে অ্যাপ ক্যাব চালক। পরে দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ঘোলা থানার খেপলির বিলের কাছে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার। টেপ দিয়ে হাত-পা-মুখ বাঁধা দেহ উদ্ধার। উদ্ধার নগদ ৬৫ হাজার টাকা, রক্তমাখা প্লাস্টিক, ছুরি, নাইলনের দড়ি। উদ্ধার বস্তা ভর্তি কুর্তিও। নাগেরবাজার থেকে উঠে দুষ্কৃতীরা অ্যাপ ক্যাবে ডেস্টিনেশন দিয়েছিল ঘোলার খেপলির বিল। ধৃত ব্যক্তির নাম করণ সিংহ, বাড়ি রাজস্থানে।
ভুয়ো ভোটার ইস্য়ুতে সরগরম দিল্লি। এই নিয়ে আলোচনার দাবি খারিজ হতেই রাজ্য়সভা থেকে ওয়াক আউট করল তৃণমূল ও BJD. ভোটিং ব্য়বস্থাকে নিয়ন্ত্রণে আনতে চাইছে বিজেপি, অভিযোগ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। কেন্দ্র কিছু লুকোতে চাইছে, অভিযোগ, BJD সাংসদ সস্মিত পাত্রর। পাল্টা কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলছেন, যে তৃণমূলকে ছোঁবে, সেই শেষ।
ভুয়ো ভোটার ইস্য়ুতে একই দিনে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল ও বিজেপি। দুপক্ষই, নির্বাচন কমিশনের দফতরে গিয়ে, একে অপরের বিরুদ্ধে ভোটার লিস্টে, ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ তুলেছে। বিজেপির অভিযোগ, এই বেআইনি প্রক্রিয়ার নেপথ্য়ে রয়েছে তৃণমূল। অন্য়দিকে, তৃণমূলের দাবি, তাদের অভিযোগের প্রেক্ষিতে কমিশনের উত্তর সন্তোষজনক নয়।
কোথাও ভোটার আছে, নাম নেই! কোথাও নাম আছে, ভোটার নেই! বিধানসভা ভোটের একবছর আগে ভোটার তালিকায় ভূতুড়ে কাণ্ড! কিনতু, এই ভূতুড়ে ভোটাররা কারা? তা নিয়েই সমমুখ সমরে নেমেছে তৃণমূল এবং বিজেপি।
২৫ বছরের নিউজিল্য়ান্ড জগদ্দলকে সরিয়ে চ্য়াম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে এনেছে ভারতীয় ক্রিকেট দল। চ্য়াম্পিয়ন্স ট্রফি ছেড়ে এবার আইপিএল তোড়জোড় শুরু ক্রিকেট অনুরাগীদের। এরই মধ্যে মঙ্গলবার হলুদ ট্যাক্সিতে চেপে ১৮তম আইপিএল ট্রফি পৌঁছল কলকাতায়। যা ঘিরে বাঙালির উন্মাদনা রীতিমত চোখে পড়ার মত। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে, চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। সেই উৎসব শেষ হওয়ার আগেই, শুরু হয়ে গিয়েছে আইপিএল-এর তোড়জোড়। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে তার উদ্বোধন। তার আগেই মঙ্গলবার হলুদ ট্যাক্সিতে চেপে ১৮তম আইপিএল ট্রফি পৌঁছল কলকাতায়, প্রফুল্ল সরকার স্ট্রিটে আনন্দবাজার পত্রিকা এবং দ্য় টেলিগ্রাফের দফতরে। দফতরেই ঘণ্টাখানেক রাখা ছিল ট্রফি। এক ঝলক দেখতে মানুষের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। ২২ মার্চ, ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।
West Bengal News Live Update: কুমোরটুলির পর কল্যাণী এক্সপ্রেসওয়ে, ঘোলার কাছে ফের রাস্তার ধারে ট্রলি ব্যাগে দেহ !
কুমোরটুলির পর কল্যাণী এক্সপ্রেসওয়ে। ঘোলার কাছে ফের রাস্তার ধারে ট্রলি ব্যাগে দেহ। ব্যবসার কাজে টাকা নিয়ে ফেরত দিতে টালবাহানা করায় খুন করে বিজনেস পার্টনার, দাবি পুলিশের।
BJP: বিধানসভায় বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাবে পাল্টা বিজেপি
বিধানসভায় বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাবে পাল্টা বিজেপি । 'ওদের বলি, আপনারা চেষ্টা করবেন লোকসভা যাতে সচল থাকে। রোজ হাউস ভাঙচুর করাটা আমাদের কর্তব্য হতে পারে না', বিধানসভায় বিজেপির উদ্দেশে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী।






















