Debangshu Bhattacharya:"তৃণমূলে মিশেছে নর্দমার জল!'' বিতর্কের মুখে পড়ে ফেসবুক পোস্ট মুছলেন দেবাংশু
"গঙ্গার জল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার! তবুও দলে একটা স্ট্রং ফিল্টার আছে বলেই বিশ্বাস। তারা পিছনের সারিতেই থাকবেন, সেটাও বিশ্বাস করে দলের কর্মীরা।''ফেসবুক পোস্টে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য।
![Debangshu Bhattacharya: Debangshu Bhattacharya's explosive comment before 11 years of tmc government Debangshu Bhattacharya:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/01/f61f9ae2e034609608d005ddd1a50e40_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তৃণমূল সরকারের (TMC Government) ১১ বছর বর্ষপূর্তির আগের দিনই বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য। ফেসবুক পোস্টে দেবাংশু লিখেছেন, "গতবছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল, সেটাই নিষ্কলুষ। ধান্দাবাজহীন, অকৃত্রিম, প্রকৃত তৃণমূল।'' "তারপর তো বন্যা এল! গঙ্গার জল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার! তবুও দলে একটা স্ট্রং ফিল্টার আছে বলেই বিশ্বাস। তারা পিছনের সারিতেই থাকবেন, সেটাও বিশ্বাস করে দলের কর্মীরা।''ফেসবুক পোস্টে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। আর বিতর্ক শুরু হতেই ফেসবুক পোস্ট মুখে দেন তৃণমূল নেতা। লেখেন, "শেষ পোষ্টের অর্থ হয়ত ঠিকঠাক বোঝাতে পারিনি। অকারণ বিতর্ক হচ্ছে। তাই পোস্ট ডিলিট করলাম।''
ফেসবুক পোস্টে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য: এবিষয়ে তৃণমূল নেতা বলেন, "গত বছর ২ মে ভোটের ফলাফল প্রকাশ হয়। ১ মে তারিখ পর্যন্ত যাঁরা দলটা করেছেন, সেই নেতা, কর্মীরা দলের পক্ষে একটা ক্রিম লেয়ার। পরে যখন দল আবার ক্ষমতা এসেছে, অনেকেই দলে যোগ দিয়েছেন। দলে একটা স্ট্রং ফিল্টার আছে। দলের নেতা কর্মীরা বিশ্বাস করেন, তাঁরা যেমন জায়গায় ছিলেন, দল তাঁদের তেমন জায়গাতেই রাখবে। গত বছর ১ মে পর্যন্ত যাঁরা ছিলেন দলে তাঁরাই দলের আসল সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মীদের উপরই দলটা টিকে আছে। ৯৯ শতাংশ তৃণমূলের প্রকৃত কর্মীরাই আছেন। তাতে ১ শতাংশ নতুন মানুষ হয়ত যোগ দিয়েছেন।
![Debangshu Bhattacharya:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/01/676e55ec9bcb3898b6623d41c21fe3ac_original.jpg)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)