Dengue Death: বর্ষশেষে বেলেঘাটা ID হাসপাতালে ভর্তি, কী করে মৃত্যু ডেঙ্গি আক্রান্ত মহিলার ?
Kolkata Dengue Death: বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত এক মহিলার মৃত্যু , ঠিক কী কারণে এই মৃত্যু হল তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর...
ঝিলম করঞ্জাই ও সমীরণ পাল, কলকাতা: করোনা-উদ্বেগের মাঝেই ফের ডেঙ্গির (Dengue) আতঙ্ক! বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID) ডেঙ্গি আক্রান্ত এক মহিলার মৃত্যু হল। দেগঙ্গার বাসিন্দা রোগিণী শনিবার ভর্তি হন হাসপাতালে। ঠিক কী কারণে এই মৃত্যু হল তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর (WB health Department)।
শীতের মধ্যেও দাপট দেখাচ্ছে ডেঙ্গি।মৃত্যু হচ্ছে ডেঙ্গি আক্রান্তের। বর্ষবরণের আনন্দে যখন চারপাশে উৎসবের আবহ, তখন এই পরিবারের চারপাশে শুধুই অন্ধকার। বছরের শেষ দিনে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত এক মহিলার। শোকে পাথর, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার পরিবার। মৃতার নাম, ফরিদা বিবি(৪৩)। দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে খবর, এক সপ্তাহ আগে তিনি জ্বরে আক্রান্ত হন। দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে দেখানোর পরে ভর্তি করা হয় বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, ৩০ ডিসেম্বর ভর্তি হন মহিলা। ভর্তির সময় তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। ৩১ ডিসেম্বর রাতে রোগিণীর মৃত্যু হয়। স্বাস্থ্য দফতরের দাবি, এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন। দেগঙ্গার মহিলাকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়েছিল। ঠিক কী কারণে এই মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে, রাজ্যেও করোনা-উদ্বেগ (Covid 19)। দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাতেও বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গোটা দেশে একদিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৮৫। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৪। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। মৃত্যু হয়েছে তিনজনের। বাংলাতেও অ্য়াক্টিভ কেস বেড়েছে। আরও ৩ জন নতুন করে আক্রান্ত হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা বে়ড়ে হয়েছে ৭৩। রাজ্যে বেশ কয়েকজন নতুন করে করোনা আক্রান্ত হলেও স্বস্তির খবর একটাই। জেনোমিক সিকোয়েন্সিংয়ে মেলেনি কোভিডের নতুন ভ্যারিয়েন্টের খোঁজ। তবে ভিড়ে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন, রাজ্যে করোনা-উদ্বেগের মধ্যেই এল স্বস্তির খবর, নতুন করে আক্রান্ত কত ?
কলকাতায় ক্রমেই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কলকাতার হাসপাতালে ভর্তি হয়েছেন, আরও ৫ জন কোভিড আক্রান্ত।এদের মধ্যে ২ জন ভর্তি রয়েছেন বেলভিউতে। ঢাকুরিয়া আমরিতে ভর্তি রয়েছেন ৩ জন। নতুন করে ৫ টি কোভিড কেস। বয়স্কদের মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মঙ্গলবার থেকে স্বাস্থ্য দফতরের তরফে বিভিন্ন মেডিক্যাল কলেজে শুরু হয়েছে পরিদর্শন। বি সি রায় হাসপাতালে যায় রাজ্য স্বাস্থ্য দফতরের একটি বিশেষ টিম।পরে, আরজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও পরিদর্শনে যান তারা। শ্বাসকষ্ট বা ইনফ্লুয়েঞ্জার রোগীদের চিকিৎসার জন্য় পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। কোভিড টেস্টের পরিকাঠামোও পরিদর্শন করে স্বাস্থ্য দফতরের স্পেশাল টিম।