Dengue : ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে প্রথম স্থানে কলকাতা পুর এলাকা,পজিটিভিটি রেটেও শীর্ষে
Dengue : এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু।
দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি। থামছেই না মৃত্যুমিছিল! আক্রান্ত প্রায় ৫০ হাজার! রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭০ পেরিয়ে গেছে।
প্রতিদিন তরতরিয়ে বাড়ছে সংক্রমণের গ্রাফ। কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ থেকে হাওড়া, মারাত্মকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
- সব থেকে ভয়ানক পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। এক সপ্তাহে সেখানে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, ১ হাজার ১৬৬ জন।
- দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ। ৭ দিনে, নবাবের জেলায় আক্রান্ত, ৮৬৪ জন।
- তৃতীয় স্থানে কলকাতা। এক সপ্তাহে আক্রান্ত ৬৮১ জন।
পুর এলাকায়, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে রাজ্যে প্রথম স্থানে কলকাতা। এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ৬৮১ জন। মোট আক্রান্তের সংখ্যা, প্রায় সাড়ে ৫ হাজার। এর মধ্যে ১২ নম্বর বরোয় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। ১ হাজার ১২৮। এরপরই রয়েছে ১০ নম্বর বরো। সেখানে আক্রান্ত ৮৫৬।
কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ব্যারাকপুর ও হাওড়া পুরসভার পরিসংখ্যানও। ব্যারাকপুরে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৪০৮ জন। হাওড়ায় ২৩১ জন। ব্লকস্তরে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মুর্শিদাবাদে। লালগোলা ব্লকে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১৮০জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনার রাজারহাট। সেখানে আক্রান্তের সংখ্যা ৬৬। জলপাইগুড়ির মাল ব্লকে একসপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৪৭ জন। দার্জিলিং-এর মাটিগাড়া ব্লকে আক্রান্তের সংখ্যা ৪৩।
আরও পড়ুন: রাজ্যে ডেঙ্গি দাপট, তারমধ্য়েই NRS হাসপাতালে জমা জলে দেখা মিলল মশার লার্ভার
পজিটিভিটি রেটে শীর্ষে রয়েছে কলকাতা- ২৪.০৮%
দ্বিতীয়স্থানে জলপাইগুড়ি ২৪.০৫%
হুগলিতে পজিটিভিটি রেট ২০.৮%
পার্বত্য শহর কালিম্পংয়েও ভয়ঙ্কর ডেঙ্গির প্রকোপ। সেখানে পজিটিভিটি রেট ১৯.০৫%।
গত ২৭ অক্টোবর রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪২ হাজার ৬৬৬। ৫ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০ হাজারের কাছাকাছি চলে গেছে। রাজ্যের পুরসভা ভিত্তিক এলাকার মূল্যায়নে দেখা যাচ্ছে, গত দেড় মাস ধরে, প্রত্যেক সপ্তাহে, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে প্রথম স্থানে থাকছে কলকাতা পুরসভা এলাকা।
পুরসভার ১, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর বরোয় ডেঙ্গি সংক্রমণের বৃদ্ধির হার বেশি। তাই ওই ৬টি বরোর দিকে বাড়তি নজর রাখছে প্রশাসন। জেলাগুলির নিরিখে, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। চলতি সপ্তাহে মুর্শিদাবাদেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পায়। সেখানে স্বাস্থ্য দফতরের একটি বিশেষ মনিটরিং টিম পাঠানো হয়েছে।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৪ সপ্তাহে মুর্শিদাবাদের লালগোলা অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ সর্বাধিক। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় সংক্রমণ বৃদ্ধির হার নিয়ে বিশদে আলোচনা হয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )