Dilip Ghosh : 'উপর থেকে নিচে, চোরেদের দল', দিলীপের ঝাঁঝালো আক্রমণ
Dilip Ghosh : 'শুধু চোরেদের নিয়ে দল, এটা প্রথমবার দেখলাম। সেটা হল তৃণমূল।' দিলীপের ঝাঁঝালো আক্রমণ
![Dilip Ghosh : 'উপর থেকে নিচে, চোরেদের দল', দিলীপের ঝাঁঝালো আক্রমণ dilip ghosh attacks sovandeb chattopadhya, saying TMC a party of thieves Dilip Ghosh : 'উপর থেকে নিচে, চোরেদের দল', দিলীপের ঝাঁঝালো আক্রমণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/03/0f5acd7ac7d781d73be85d3056e354a0167005668977853_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) থেকে অনুব্রত মণ্ডল ( Anubrata Mondal )। জেলবন্দী হেভিওয়েটদের নিয়ে তৃণমূল এমনিই বিরোধীদের আক্রমণের মুখে। আদালতে মামলা চলছে। কিন্তু, মামলার নিষ্পত্তির আগেই তৃণমূলের একের নেতা একেকরকম মন্তব্য করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন, দু-এক জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও, দল দুর্নীতিগ্রস্ত নয়। দল কোনওরকম অন্যায় বরদাস্ত করবে না। এই নিয়ে বহুবার নিজের বক্তব্য পেশ করেছেন শোভন দেব। আবারও করলেন।
তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেন, 'সব রাজনৈতিক দলেই চোর থাকে। তৃণমূলেও দু-একজন চোর রয়েছে। তা নিয়ে কোনও সন্দেহ নেই। ' নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে এমনই মন্তব্য শোনা গেল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখে।
আরও পড়ুন :
অভিষেকের সভাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে ঘটে বোমা বিস্ফোরণ ! বুথ সভাপতি সহ আহত
পানিহাটিতে পানীয় জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর চ্যালেঞ্জ, 'যদি কোনও রাজনৈতিক দল হলফ করে বলতে পারে তাঁদের মধ্যে চোর নেই, তাহলে বাকি জীবন সেই দলের চাকরবৃত্তি করবেন তিনি। '
শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্যের ঝাঁঝালো জবাব দেন দিলীপ ঘোষ। ' সব জায়গায়, সব দেশে, সব দলে খারাপ ভালো দু ধরনের লোক থাকে। শুধু চোরেদের নিয়ে দল, এটা প্রথমবার দেখলাম। সেটা হল তৃণমূল। উপর থেকে নিচে, চোরেদের দল। উনি ওখানে টিকে আছেন, আশ্চর্য লাগছে। ছেড়ে দিন। বাকি চোরেদের মধ্যে থাকার মানে কি? '
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)