Belur Math, Durga Puja: বেলুড় মঠে শুরু দুর্গাপুজো, সন্ধ্যারতির পর দেবীর বোধন
Durga Puja Belur Math: দেবীর বোধন থেকে শুরু হয় মায়ের আরাধনা। ষষ্ঠী তিথিতে মা দুর্গার মুখের আবরণ উন্মোচন করাই এই দিনের প্রধান কাজ হিসাবে গণ্য হয়।
![Belur Math, Durga Puja: বেলুড় মঠে শুরু দুর্গাপুজো, সন্ধ্যারতির পর দেবীর বোধন Dura pujo rituals commence belur math sashthi bodhan Belur Math, Durga Puja: বেলুড় মঠে শুরু দুর্গাপুজো, সন্ধ্যারতির পর দেবীর বোধন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/08/eba11cfa3a33af232c37a976a2ca87751728402632823223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভাস্কর ঘোষ, বেলুড়: ‘বোধন’ কথার মানে হচ্ছে জাগরণ। অর্থাৎ দেবীর নিদ্রাভঙ্গের উদ্যোগ। ষষ্ঠীতে বোধন দিয়েই বেলুড় মঠে ১২৪ তম দুর্গাপুজো শুরু। তিথি মেনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দিরে সন্ধ্যারতির পর দেবীর বোধন হয়। বোধনের মাধ্যমে বেলুড় মঠের মহাপুজোর সূচনা হল আজ সন্ধ্যায়।
অন্য দেবদেবীর পুজোর ক্ষেত্রে বোধনের ততটা গুরুত্ব না থাকলেও দুর্গাপুজোর বোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে বছরকে দু’ভাগে ভাগ করা হয়। একটি দক্ষিণায়ণ এবং অপরটি উত্তরায়ণ। দক্ষিণায়নে দেবতাদের রাত্রি। আর উত্তরায়ন মানে দিন। শাস্ত্র মতে, শরৎকাল হল যে কোনও দেবদেবীর নিদ্রাকাল। পৃথিবীর এক বছরের সমান স্বর্গের একদিন। তাই সূর্যের উত্তরায়নকে বলা হয় দেবতাদের দিন এবং দক্ষিণায়নকে বলা হয় দেবতাদের রাত্রি।
দেবীর বোধন থেকে শুরু হয় মায়ের আরাধনা। ষষ্ঠী তিথিতে মা দুর্গার মুখের আবরণ উন্মোচন করাই এই দিনের প্রধান কাজ হিসাবে গণ্য হয়। এছাড়া অন্য নিয়ম হিসেবে বোধনের আগে থাকে কল্পারম্ভ এবং বোধনের পরে আমন্ত্রণ এবং অধিবাস নামে আরও কয়েকটি পালন করা হয়।
তিথি অনুযায়ী আজ পঞ্চমীতেই শুরু হয়ে গিয়েছে। ষষ্ঠী পুজোর রীতি। দেবীর বোধনের পর একে একে চলবে পুজোর সমস্ত নিয়ম।
বুধবার ৯ অক্টোবর কল্পারম্ভ হবে সকাল সাড়ে ৬ টায়, আমন্ত্রণ এবং অধিবাস হবে সন্ধে সাড়ে ৬ টায়। এরপর ১০ অক্টোবর , বৃহস্পতিবার সপ্তমী । পুজো শুরু হবে বিকেল সাড়ে ৫ টায়। ১১ অক্টোবর শুক্রবার মহাষ্টমী । এদিন পুজো শুরু হবে সকাল সাড়ে ৫ টায়। এরপর কুমারী পুজো হবে। পুজো সকাল ৯ টায় হবে কুমারী পুজো। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয় সন্ধি পুজো । সকাল ১১ টা ৪৩ থেকে থেকে দুপুর ১২ টা ৩১ পর্যন্ত হবে কুমারী পুজো। শনিবার ১২ অক্টোবর মহানবমী। এদিন পুজো শুরু হবে সকাল সাড়ে ৫ টায়। মহানবমীর হোম শুরু হবে সকাল ৯ টা ৪৫ এ। ১৩ অক্টোবর রবিবার দশমী । পুজো শুরু হবে সকাল সাড়ে ৬ টায়। বিসর্জন সন্ধে ৬ টা ৪৫ এ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)