Durga Puja : হিন্দু মহাসভার পুজোর থিম NRC, অসুর রাবণের দুটো মুখে মোদি- শাহর ছবি !
NRC : হিন্দু মহাসভার দাবি, বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে NRC, CAA-র কথা বলছে, তাতে এ রাজ্যের বাঙালিদের যথেষ্ট আতঙ্কের কারণ রয়েছে। অসম যার জ্বলন্ত উদাহরণ।
দীপক ঘোষ, কলকাতা : এবারও প্রত্যক্ষ রাজনীতির ছোঁয়া লাগল পুজোমণ্ডপে (Durga Puja 2023)। কসবার রুবির মোড়ে হিন্দু মহাসভার পুজোর থিম NRC। এবার তাদের অসুর রাবণ। আর সেই রাবণের দুটো মুখে নরেন্দ্র মোদি (Narendra Modi) -অমিত শাহর (Amit Shah) ছবি।
উৎসবের মহা সমারোহের মধ্যেই তিক্ত বিতর্ক তৈরি করেছিল হিন্দু মহাসভা (Hindu Maha Sabha)। গত বছর, মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মদিবসে, কসবায় তাদের পুজোয় দেখা গিয়েছিল এই ছবি। যেখানে অসুরের চেহারা ছিল অবিকল মহাত্মা গান্ধীর মতো। আর এবার কসবায় হিনদু মহাসভার পুজোয় অসুরকে সাজানো হয়েছে রাবণের আদলে। সেই রাবণের মাথাতেও রাজনৈতিক বিতর্কের ছোঁয়া। যা নিয়ে চড়ছে রাজনীতির পারদও।
রাজনীতির ছোঁয়া গোটা মণ্ডপ জুড়েই। কসবায় হিন্দু মহাসভার পুজোয় এবারের থিম, NRC। হিন্দু মহাসভার দাবি, বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে NRC, CAA-র কথা বলছে, তাতে এ রাজ্যের বাঙালিদের যথেষ্ট আতঙ্কের কারণ রয়েছে। অসম যার জ্বলন্ত উদাহরণ।
এমনিতেই এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে সন্তোষ মিত্র স্কোয়ারের 'রামমন্দির' মণ্ডপ ও সেখানে পুজোর দিনগুলোতে লোকের ভিড়। লোকসভা উপনির্বাচন থেকে বিধানসভা উপনির্বাচন, রাজ্যে বিজেপির (BJP) ভোটবাক্সে রক্তক্ষরণ চলছেই। 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়েও ভোটের সুপবন লাগছে না গেরুয়া শিবিরের পালে। অথচ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় রাম মন্দির দেখতে ভিড় করছেন কাতারে কাতারে মানুষ ! ঠাকুর দেখার লাইনে এই রাম-সেন্টিমেন্ট চব্বিশের ভোটে ডিভিডেন্ড দেবে বঙ্গ বিজেপিকে ?
সব ঠিক থাকলে, আগামী লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে, জানুয়ারিতেই জনসাধারণের জন্য খুলে যেতে পারে অযোধ্যার রাম মন্দিরের দরজা। আর এই রাম মন্দির নির্মাণকে সামনে রেখেই বিজেপি যে কুর্সি দখলের লড়াইয়ে ঝাঁপাবে, তাও অজানা নয়। চব্বিশের হাইভোল্টেজ লড়াইয়ের আগে অযোধ্যার সেই রামমন্দিরের প্রতিরূপই উঠে এসেছে প্রায় সাড়ে ৯০০ কিলোমিটার দূরের কলকাতা শহরে। আর সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে ভিড় ঘিরে জারি রয়েছে রাজনৈতিক তরজা।