Durga Puja : পুজোর মুখে সুখবর শোনাল কলকাতা মেট্রো, ভোররাত পর্যন্ত চালু থাকবে পরিষেবা, কবে কতক্ষণ ?
Kolkata Metro Service : সপ্তমী, অষ্ঠমী ও নবমীর দিনে কলকাতা মেট্রোর তরফে চালানো হবে ২৪৮ টি মেট্রো। ৬ থেকে ৭ মিনিট অন্তর মেট্রো চলবে ওই দিনগুলিতে।
অরিত্রিক ভট্টচার্য, কলকাতা : মাঝে আর কয়েকটা দিন। তারপরই বাঙালির সেরা উৎসব। দুর্গাপুজো (Durga Puja)। ক্যালেন্ডারের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই ঝালিয়ে নেওয়া চলছে পুজো-প্ল্যানিং। আর ঠিক সেই সময়ই পুজো দেখতে বেরনো দর্শনার্থীদের কথা ভেবে সুখবর শুনিয়ে দিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পুজোর দিনগুলিতে শহর ও শহরতলি থেকে ঠাকুর দেখতে আসা মানুষের সুবিধার কথা মাথায় রেখে প্রতি বছরের মতো এবারেও ফের বাড়তি মেট্রো চালানোর ঘোষণা করে রাখল মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, ভোররাত পর্যন্ত চালু থাকবে পরিষেবা। সপ্তমী (২১ অক্টোবর ২০২৩), অষ্ঠমী (২২ অক্টোবর ২০২৩) ও নবমীর (২৩ অক্টোবর ২০২৩) দিনে ভোর ৪ টেয় শেষ ট্রেন ছেড়ে যাবে। পুজোর সবথেকে বিশেষ তিনদিনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্য শেষ মেট্রো ছাড়বে ভোট ৩ টে ৪৮ মিনিটে। আর সপ্তমী, অষ্ঠমী ও নবমী এই তিনদিন দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমের দিকে শেষ ট্রেন ছাড়বে ভোর ৪ টেয়। ওই তিনদিনই মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১ টা থেকে। ৬ থেকে ৭ মিনিট অন্তর মেট্রো চলবে ওই দিনগুলিতে।
সপ্তমী, অষ্ঠমী ও নবমীর দিনে কলকাতা মেট্রোর তরফে চালানো হবে ২৪৮ টি মেট্রো। পঞ্চমী (১৯ অক্টোবর ২০২৩) ও ষষ্ঠীর দিনে ২৮৮ টি ও দশমীর (২৪ অক্টোবর ২০২৩) দিনে ১৩২ টি মেট্রো চলবে। পাশাপাশি একাদশী থেকে ত্রয়োদশী (২৭ অক্টোবর ২০২৩) পর্যন্ত কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় ছুটবে ২৩৪ টি মেট্রোর পরিষেবা। একাদশী থেকে ত্রয়োদশীর মাঝে সকাল ৭ টা থেকে পরিষেবা শুরু হবে। শেষ মেট্রো রাত ১০ টা ৪০ মিনিটে।
পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল ৬ টা ৫০ মিনিট থেকে কলকাতা মেট্রোর পরিষেবা শুরু হবে। শেষ ট্রেন ছাড়বে রাত ১০ টা ৫০ মিনিটে। আর দশমীতে দুপুর ১ টা তে পরিষেবা শুরু হবে। দশমীর দিনে শেষ ট্রেনগুলি ছাড়বে রাত ১০টা ৫০ ও ১১ টায়।
আরও পড়ুন- কেনাকাটায় যেন ভাটা না পড়ে, পুজোর আগে শনি-রবিবার মেট্রোর সূচিতে বদল Blue লাইনে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন