Durga Puja 2023 : মহালয়ার পর থেকেই শহরকে যানজটমুক্ত রাখতে তৎপর কলকাতা পুলিশ, মণ্ডপ পরিদর্শনে সিপি
Kolkata Police : ক্রিকেট বিশ্বকাপ এবং বিদেশি পর্যটকদের জন্য় নির্বিঘ্নে পুজো দেখার বন্দোবস্তের কথা মাথায় রেখে ব্য়বস্থা করা হচ্ছে, জানালেন সিপি বিনীত গোয়েল।
ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা : মহালয়ার (Mahalaya) পর থেকেই শহরকে যানজটমুক্ত রাখতে তৎপর হচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বৃহস্পতিবার শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ক্রিকেট বিশ্বকাপ এবং বিদেশি পর্যটকদের জন্য় নির্বিঘ্নে পুজো দেখার বন্দোবস্তের কথা মাথায় রেখে ব্য়বস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
পুজোর ঢাকে কাঠি পড়তে আর বেশি বাকি নেই। উত্তর থেকে দক্ষিণ। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৃহস্পতিবার শহরের পুজো মণ্ডপগুলি পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Kolkata Police Commissinor Vineet Goyal )। একডালিয়া এভারগ্রিন থেকে শুরু করে বোসপুকুর, ত্রিধারা সম্মিলনী, দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ, বেহালা হয়ে উত্তরের কলেজ স্কোয়ারের মণ্ডপ পরিদর্শন (Pandal Inspection) করেন তিনি।
সিপি জানান, এবার মহালয়ার পর থেকেই শহরকে যানজটমুক্ত রাখতে তৎপর কলকাতা পুলিশ। কলকাতার দুর্গাপুজোকে (Durga Puja 2023) হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। ফলে গত বছর থেকেই দুর্গাপুজোয় কলকাতায় বিদেশি পর্যটকদের ঢল নেমেছে। এবছরও অনেক বিদেশি পর্যটক পুজোর সময় কলকাতায় পা রাখবেন বলেই মনে করা হচ্ছে।
পাশাপাশি চলছে ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup 2023)। ফলে বিদেশিদের শহরে পা পড়ার সম্ভাবনা বেশি এই সময়ে। সে দিক মাথায় রেখে শহরের ট্র্য়াফিক ও নিরাপত্তার বিশেষ ব্য়বস্থা রাখা হচ্ছে।
আরও পড়ুন- কামদুনির পাশে নির্ভয়ার মা, পরিবারের সঙ্গে দেখা, দাবি ন্যায্য বিচারের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন