Durga Puja 2025: কাটল জট, ২০ ঘণ্টা বন্ধ থাকার পর, অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ
Mohammed Ali Park Puja Pandals Reopened : দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হল মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ

ঐশি মুখোপাধ্যায়, কলকাতা : পুলিশের সঙ্গে বৈঠকের পর মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে কাটল জট। দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হল পুজো মণ্ডপ। পুলিশ সহযোগিতা করছে, গতকাল পুলিশের বিরুদ্ধে অভিযোগের পর আজ বললেন পুজো উদ্যোক্তারা।সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে উদ্যোক্তা ও পুলিশের সংঘাত যখন ক্রমেই বাড়ছে, তখন জট কাটল মহম্মদ আলি পার্কে। ২০ ঘণ্টা বন্ধ থাকার পর, অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল পুজো মণ্ডপ। মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তা অশোক ওঝা বলেন, যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা শেষ হয়ে গেছে। আমাদের মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেব। কিছু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, পুলিশ তো আমাদেরকে বরঞ্চ হেল্প করছে এখন। আমাদের কমিটিতে পুলিশের ওপর কোনও অভিযোগ নেই।
আরও পড়ুন, হুগলিতে পুজোর থিম ' DVC-র জলে খানাকুলের আর্তনাদ' ! বন্যার ছবি প্যান্ডেলে, আক্রমণ শুভেন্দুর
শনিবার রাত ৮টা নাগাদ পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলে দর্শনার্থীদের জন্য মণ্ডপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন পুজো উদ্যোক্তারা। তাঁদের অভিযোগ, অন্যান্য বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাঁদের পুজো মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ। ফলে মহম্মদ আলি পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না। গতকাল মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তা অশোক ওঝা বলেছিলেন, পুরনো রুট চালু না হলে, পুজো বন্ধ রাখব। এখানেই বড় হয়েছি, কোনও দিন দেখিনি মাধব শীল লেন দিয়ে লোক ঢোকানো হচ্ছে। পিছনের গলিতে একটা লাইটও নেই। তা দিয়ে হাজার হাজার লোক ঢোকানো হচ্ছে। মণ্ডপের আলো নিভিয়ে, হাতে কালো কাপড় বেঁধে শনিবার এর প্রতিবাদও জানান পুজো উদ্যোক্তারা।
এরপর রবিবার জোড়াসাঁকো থানায় উদ্যোক্তাদের নিয়ে বৈঠকে বসে পুলিশ। জোড়াসাঁকো থানার ওসি, ডিসি সেন্ট্রালের উপস্থিতিতে হয় বৈঠক। এরপরই বিকেল ৪ টে থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মণ্ডপ। অশোক ঝা বলেন, কালকে আমরা জানিয়েছিলাম আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, বিধায়ক বিবেক গুপ্তাকে, নয়না বন্দ্যোপাধ্যায়কে, ওনারা আজকে আমাদের ডিসি ম্যাডামের সঙ্গে একটা মিটিং করিয়েছিলেন, যে ভুল বোঝাবুঝি হয়েছিল, ডিসি ম্যাডাম খুব ভালভাবে ওটাকে বুঝেছে, আর যেভাবে চ্যানেলটা ছিল, সেভাবে ক্রাউডেড চ্যানেলটা রিকন্সট্র্যাক্ট করে দেওয়া হচ্ছে, আর মানুষ যেরকম পুজো মণ্ডপে আসছিল সেরকম আসবে। ওনারা সবরকম আশ্বাস দিয়েছে।এবার ৫৭ তম বর্ষে পা দিল মহম্মদ আলি পার্কের পুজো। থিম শক্তির সাগর। রবিবার বিকেলে মণ্ডপ খুলতেই ফের উপচে পড়ল দর্শনার্থীদের ঢল।






















