Suvendu Adhikari: হুগলিতে পুজোর থিম ' DVC-র জলে খানাকুলের আর্তনাদ' ! বন্যার ছবি প্যান্ডেলে, আক্রমণ শুভেন্দুর
Suvendu On Khanakul Theme against DVC: খানাকুলের পুজোয় শাসক-বিরোধী DVC-সংঘাত, শুরু হয়েছে বিতর্ক, জেলাশাসকের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শুভেন্দুর , কী বললেন বিরোধী দলনেতা

হুগলি: খানাকুলের পুজোয় শাসক-বিরোধী DVC-সংঘাত, শুরু হয়েছে বিতর্ক। মূলত চলতি বছরেক খানাকুলের ঘোষপুর সর্বজনীনের থিম 'ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ'। ডিভিসির ছাড়া জলে খানাকুলের বন্যা, এমনটাই দাবি উদ্যোক্তাদের। বন্যার ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুজো প্যান্ডেলে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর প্যান্ডেলে জেলাশাসক, সহ আধিকারিকরা। ডিভিসির ছাড়া জলে প্রতিবছর বন্যা', এদিকে এই ইস্যুতে জেলাশাসকের মন্তব্যে বিতর্ক মোড় নেয়। আজ লাশাসকের মন্তব্যকে হাতিয়ার করেই আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
'DVC-র বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন জেলাশাসক মুক্তা আর্য। কারি আধিকারিক হয়ে কীভাবে DVC-কে দোষারোপ? রাজ্যের শাসক দলকে তুষ্ট করতেই জেলাশাসকের এমন মন্তব্য'জেলাশাসককে নিশানা করে আক্রমণ বিরোধী দলনেতার।
'DVC-কে বদনাম করতে এই পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।রাজনৈতিক সুযোগসন্ধানের নির্লজ্জ উদাহরণ',সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকেও নিশানা বিরোধী দলনেতার । অপরদিকে, 'শুভেন্দু অধিকারীও জানেন DVC-র ছাড়া জলে বন্যা হয়'বিরোধী দলনেতাকে পাল্টা জবাব স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
পুজোর থিম নিয়েও তুঙ্গে বিতর্ক। আরামবাগের খানাকুলে ফুটিয়ে তোলা হয়েছে 'ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ'। আর সেই নিয়েই শাসকদল তৃণমূল ও প্রশাসনকে এক বন্ধনীতে এনে কটাক্ষ শানিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে এর তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।ড্যাম থেকে অনর্গল বইছে জল, একটু দূরে বাঁধা রয়েছে নৌকা, তার পাশে ছোট্ট ঘরে টুকরো টুকরো বিপর্যস্ত জনজীবন, পুরোটাই প্রতীকী মাত্র, আসলে আরামবাগের খানাকুলের ঘোষপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর থিম - 'ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ'। এবার এই পুজোর থিম নিয়েও এবার শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে পুজোয় এসে থিমের ভূয়ষী প্রশংসা করেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য।
হুগলির জেলাশাসক মুক্তা আর্য বলেন, খুব সুন্দর থিমটাকে তুলে ধরেছে। যেটা DVC-র জল ছাড়ার পর খানাকুল আর আরামবাগ এলাকাটা প্লাবিত হয়ে যায়। সেটাকে নিয়ে এখানে ওরা করিয়েছে। এই থিম আমরা কোনওদিনই দেখিনি। এই নিয়ে সরাসরি শাসক দল ও প্রশাসনকে এক বন্ধনীতে এনে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, DVC-কে অপদস্থ করতেই এই পুজোকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা নিছকই রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা। নিজেদের ব্যর্থতা ঢাকতে দোষ চাপানোর পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। খানাকুলের মানুষ জানেন, তাদের দুর্দশার কারণ DVC নয়, বরং এমন এক রাজ্য সরকার যারা সমাধানের থেকে প্রচারে বেশি গুরুত্ব দেয়। 'বস'-কে খুশি করতে প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারি সংস্থার বিরুদ্ধে মিথ্যা বলছেন জেলাশাসক? শাসকদলের রাজনৈতিক ফায়দার পথে সঙ্গ দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকও?
এমনকী পুজো মিটলে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।খানাকুল বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন,নির্লজ্জ সরকার আমরা জানি কিন্তু নির্লজ্জ সরকারের আধিকারিক যারা তাঁরা কম সে কম এরকম না। খানাকুলের ডিভিসির ছাড়া জলে বন্যা তো শুধু মুণ্ডেশ্বরী নদী দিয়ে ডিভিসির জল প্রবাহিত হয়। বেশিরভাগ বন্যাটা হয় শিলাবতীর জলে, দ্বারকেশ্বরের জলে, রূপনারায়ণের জলে। এখানে রাজ্য ইরিগেশন ডিপার্টমেন্ট সঠিক ভাবে বাঁধগুলোকে মেরামত করে না। পুজোর সময়ে মানুষকে ভুল বার্তা দেওয়ার জন্য মুখ্য়মন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের কাজে লাগিয়েছেন।
খানাকুলের এই পুজোর মূল উদ্যোক্তা, খানাকুল ১ নম্বর ব্লকের তৃণমূলের কোর কমিটির সদস্য হায়দর আলি। হুগলি জেলা পরিষদের মেন্টর পদেও রয়েছেন তিনি। ঘোষপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি, খানাকুল তৃণমূল নেতা ও সম্পাদক হায়দার আলি বলেন,শুভেন্দুবাবু মনে করেছেন হয়তো রাজনৈতিক তার কিছু প্রভাব পড়তে পারে। ভোট ব্যাঙ্কে ধস লাগতে পারে। সেই ভয়ে এসব মন্তব্য করেছেন। একটা ক্লাব, একটা পুজো কমিটির ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। এসব ব্যাপারে শুভেন্দু বাবু অযথা মাথা গলাচ্ছেন। এসব না করে ডিভিসি- সংস্কার করুক। যদিও বিরোধী দলনেতার মন্তব্য প্রসঙ্গে মুখ খুলতে চাননি জেলা প্রশাসনের কোনও আধিকারিক।






















