Durgapur Doctor Molestation: 'আর ঘরে থাকলে হবে না..' ! দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ'কাণ্ডে প্রতিক্রিয়া RG করে নিহত চিকিৎসকের মা-বাবার
RG Kar Abhaya Parents On Durgapur Doctor Molestation Case : দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ'কাণ্ডে মুখ খুললেন এবার আর জি করে নিহত চিকিৎসকের মা-বাবা

সমীরণ পাল, ঝিলম করঞ্জাই, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : ওড়িশা থেকে ডাক্তারি পড়তে এসে দুর্গাপুরের বেসরকারি মেডিক্য়াল কলেজে গণধর্ষণের অভিযোগ। আর জি কর কাণ্ডের ১ বছর ২ মাস পর ফের একই অভিযোগ। দুর্গাপুরের ঘটনায় রাজ্য প্রশাসনের দিকেই গাফিলতির অভিযোগ তুলেছেন আর জি করে নিহত চিকিৎসকের পরিবার। আন্দোলনে নামারও ডাক দিয়েছেন তাঁরা। স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, পুলিশি তদন্ত চলছে।
আরও পড়ুন, রবির সকালে ফের হলুদ সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস এই ৭ জেলায়
নিহত চিকিৎসকের মা বলেন, 'প্রশাসনের মদত থাকে যারা এই ধর্ষণকারী তারা জানে আমাদের কিছু হবে না।' আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের পর দুর্গাপুরের বেসরকারি মেডিক্য়াল কলেজ!মাঝে মাত্র, ১ বছর ২ মাসের ব্য়বধান। ফের সামনে এল ক্যাম্পাসের কাছেই ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। ওড়িশা থেকে মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন এরাজ্যে! কিন্তু,সেখানেই ভয়াবহ ঘটনা। দুর্গাপুরের বেসরকারি মেডিক্য়াল কলেজের এই ঘটনায় তোলপাড় পড়েছে রাজ্যজুড়ে।
ফের রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন আর জি করে নিহত চিকিৎসকের পরিবার। একইসঙ্গে নতুন করে রাস্তায় নামার ডাক দিয়েছেন তাঁরা। নিহত চিকিৎসকের বাবা বলেন, আমরা এটার পূর্ণ ধিক্কার জানাচ্ছি এবং মানুষকে বলছি, আজকে আর ঘরে থাকলে হবে না, রাস্তায় নামতে হবে। কেউ সুরক্ষিত নয়। নিহত চিকিৎসকের মা বলেন, রাস্তায় নেমে প্রতিবাদ করতেই হবে। রাস্তায় আমরা আছি। সমস্ত জনগণকে একত্র হতে হবে এই সরকারের বিরুদ্ধে। কলকাতা ৪ বছর ধরে সুরক্ষিত জোন মহিলাদের। কোন সুরক্ষিত জোন? আর তারা কী ঘরে বসে রিপোর্ট তৈরি করছে? কোথায় সুরক্ষা?
একই দাবি জানিয়েছেন আর জি করে আন্দোলনরত ডাক্তাররা। RG কর-কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, ওখানকার যারা ছাত্রছাত্রী, মেডিক্য়াল কলেজের স্টুডেন্টস আছেন, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি যারা আছেন, তাদের উদ্দেশে বলব আন্দোলন গড়ে তুলুন। আন্দোলন একমাত্র পারে রাজ্য প্রশাসন, সিবিআই ... এই দুষ্কৃতীদের। আড়াল করতে শাসকদলের ছত্রছায়া থেকে বের করে যথোপযুক্ত শাস্তির ব্য়বস্থা করতে। এই আবহে রবিবার দুর্গাপুরে যাচ্ছে জয়েন্ট প্ল্য়াটফর্ম অব ডক্টরস ও অভয়ামঞ্চের প্রতিনিধি দল।এর পাশাপাশি ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের একটি টিমও যাচ্ছে দুর্গাপুরে।
জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস যুগ্ম আহ্বায়ক পুণ্যব্রত গুঁই বলেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে যাচ্ছি যাতে অপরাধীদের দ্রুত ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ঘটনার প্রসঙ্গ টেনে শনিবার চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে অ্য়াসোসিয়েশন অব হেল্থ সার্ভিস ডক্টরস।সার্ভিস ডক্টর্স ফোরাম সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, আমরা উপযুক্ত তদন্ত চাই...।
এদিকে দুর্গাপুরের বেসরকারি মেডিক্য়াল কলেজের এই ঘটনায় স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, পুলিশি তদন্ত চলছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করেছে হাসপাতাল।






















