Durgapur News: দুর্গাপুরকাণ্ডে ধৃত শেখ নাসিরউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর, কী বললেন বিরোধী দলনেতা
Durgapur Incident: শুভেন্দু অধিকারীর অভিযোগ, গণধর্ষণকাণ্ডে ধৃত শেখ নাসিরউদ্দিনের বাবা তৃণমূলের স্থানীয় নেতা। ধৃত নাসিরউদ্দিন দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী।

দুর্গাপুর : দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ৫ জন। তিনজনকে রবিবারই গ্রেফতার করেছিল পুলিশ। তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে উঠেছে আরও সব বিস্ফোরক অভিযোগ। সোমবার অর্থাৎ আজ সকালে গ্রেফতার হয়েছে শেখ নাসিরউদ্দিন এবং সফিকুল শেখ। এদের মধ্যে নাসিরউদ্দিনের বাড়ি দুর্গাপুরের IQ সিটি মেডিক্যাল কলেজের পাশেই বিজড়া গ্রামের তিনপাড়ায়। এই ব্যক্তি ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর অভিযোগ, গণধর্ষণকাণ্ডে ধৃত শেখ নাসিরউদ্দিনের বাবা তৃণমূলের স্থানীয় নেতা। ধৃত নাসিরউদ্দিন দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। অন্যদিকে আবার শোনা গিয়েছে, দুর্গাপুরকাণ্ডে ধৃত শেখ রেয়াজউদ্দিন ৩ বছর আগে IQ সিটি মেডিক্যাল কলেজে নিরাপত্তারক্ষীর কাজ করত।
গণধর্ষণকাণ্ডে পুলিশের স্ক্যানারে নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও। এই সহপাঠীর সঙ্গেই ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন তরুণী। এই সহপাঠীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই সহপাঠীও ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে এমন সন্দেহ আগেই প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা। এর পাশাপাশি জানা গিয়েছে, গতকাল রবিবার যে ৩ জনকে গ্রেফতার হয়েছিল, তারাও IQ সিটি মেডিক্যাল কলেজ সংলগ্ন বিজড়া গ্রামের ডাঙাপাড়ার বাসিন্দা। গতকাল শেখ রেয়াজউদ্দিন, অপু বাউড়ি ও ফিরদৌস শেখ নামে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এই তিনজনেরই ১০ দিনের পুলিশ হেফাজত হয়েছে। আজ শেখ নাসিরউদ্দিন ও সফিকুল শেখ নামে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। এই ২ জনকেও আজউ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই ২ ধৃতকেও হেফাজতে চেয়ে আবেদন করবে পুলিশ।
এদিকে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ'- এর ঘটনার প্রতিবাদে আজ ধর্নায় বসেছে বিজেপি।
দুর্গাপুর সিটি সেন্টারের সামনে ধর্না কর্মসূচি শুরু করেছে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিরোধী দলনেতা কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'ধর্না চলবে, ক্ষমতা থাকলে ভাঙবেন। আরও ৫ দিন টানা ধর্না কর্মসূচি থাকবে।' এই ধর্না মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগ। বিজেপি ধর্নামঞ্চে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ধর্নামঞ্চ ঘিরে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল বচসা শুরু হয়।






















