Durgapur News: করোনার মোকাবিলায় দুর্গাপুরে একাধিক কনটেনমেন্ট জোনের ঘোষণা, জারি একাধিক বিধিনিষেধ
Durgapur News Update: কোভিড সংক্রমণ থেকে বাদ পড়েনি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরও। ফলে আজ থেকেই দুর্গাপুর নগর নিগম এলাকার বেশ কিছু জায়গা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল জেলা প্রশাসন।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: করোনার (Coronavirus) বাড়বাড়ন্তে রাশ টানতে এবার দুর্গাপুরেও (Durgapur) শুরু হল কনটেনমেন্ট জোন (Containmnet Zone) ঘোষণা। একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জনবহুল বেনাচিতি বাজারে জোড় ও বিজোড় পদ্ধতিতে দোকান খোলা হবে।
কোভিড সংক্রমণ ফের মহামারীর আকার ধারণ করেছে সারা রাজ্যে। বাদ পড়েনি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরও। ফলে আজ থেকেই দুর্গাপুর নগর নিগম এলাকার বেশ কিছু জায়গা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল জেলা প্রশাসন। দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা, রিকল পার্ক, সেন্ট্রাল পার্ক, উদয় শঙ্কর বীথি এবং ইস্পাত নগরীর অশোক অ্যাভিনিউ, রানা প্রতাপ, শিবাজী রোড এলাকাগুলিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে সরকারের। দুর্গাপুরের বিভিন্ন বাজার বা দোকান খোলার ক্ষেত্রেও বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছটাট পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন জানানো হয় দুর্গাপুর চেম্বার অফ কর্মাসকে। এছাড়াও প্রতিদিন বিজোড় সংখ্যায় দোকান খুলতে হবে। দুর্গাপুর মহকুমা শাসক, দুর্গাপুর পুরসভার কমিশনার, পুলিশ এবং চেম্বার অফ কর্মাসের ভার্চুয়াল আলোচনার মাধ্যমে ঘোষণা করে প্রশাসন। পশ্চিম বর্ধমান জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা গত পরশু ছিল ৯১৯ জন, গতকাল সেই সংখ্যাই বেড়ে দাঁড়ায় ১০৪৩ জন। অর্থাৎ প্রতিদিন আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে কনটেনমেন্ট জোনের সংখ্যাও আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Murder News: মাথায় আঘাতের চিহ্ন, লোহার ছাঁটের গুদাম থেকে উদ্ধার অটো চালক যুবকের দেহ
করোনা রুখতে আগামীকাল থেকে চারদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ক্যানিং (Canning) ব্লক প্রশাসন ও ক্যানিং বাজার সমিতি। আগের দিনই ক্যানিং বাজারে ধরা পড়ে বিধিভঙ্গের ছবি। কোথাও ব্যবসায়ীর মুখে মাস্ক নেই তো কোথাও মাস্কবিহীন অবস্থায় বাজারে ঘুরছেন ক্রেতারা। প্রশাসনিক নজরদারিও চোখে পড়েনি সেভাবে। তবে এবার কড়া হাতে ব্যবস্থা নিতে তৈরি ক্যানিং ব্লক প্রশাসন ও ক্যানিং বাজার সমিতি।
দিন দুই আগেই এমন সিদ্ধান্ত নেন দক্ষিণ দমদম পুরসভাও। করোনা পরিস্থিতিতে তিনদিন বাজার-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দক্ষিণ দমদম পুরসভা। ঠিক করা হয় মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে বাজার-দোকান। কোনও ব্যবসায়ী এই নিয়ম লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেয় পুরসভা।