East Midnapur News: মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে ভুল জাতীয় সঙ্গীত গাইলেন তৃণমূল নেত্রী, তুঙ্গে তরজা
Contai News: এ দিন শুরুতেই গান গাওয়ার জন্য কাঁথি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিনা দাস মাইক্রোফোন হাতে তুলে নেযন। গাইতে শুরু করেন গান।
ঋত্বিক প্রধান, পূর্বমেদিনীপুর (কাঁথি): সভা শুরুর আগেই শুরু হল জাতীয় সঙ্গীত (National Anthem), মাইক হাতে তুলে গাইতেও শুরু করলেন তৃণমূল নেত্রী (TMC Leader)। আর এর পরেই বিপত্তি। কার্যত ভুল জাতীয় সঙ্গীত গেয়ে কটাক্ষের মুখে নেত্রী (TMC Leader)। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে (East Midnapur)। গতকাল কাঁথি (Contai) শহরের তৃণমূলের (TMC) তরফে একটি সভার আয়োজন করা হয়। এ দিন শুরুতেই গান গাওয়ার জন্য কাঁথি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিনা দাস মাইক্রোফোন হাতে তুলে নেন। গাইতে শুরু করেন গান। 'তব শুভ আশিসও মাগে, তব শুশো আশিসও জাগে' গানে পর পর এই বাক্যই ব্যবহার করেছেন তিনি। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
বিজেপির কটাক্ষ: ভুল গাওয়াকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজাও। ঘটনার নিন্দায় সরব হয়েছে বিজেপি। তাঁদের কথায়, 'গতকাল তৃণমূল সভা মঞ্চ থেকে যে জাতীয় সঙ্গীত গেয়েছেন তা সম্পূর্ণ ভুল'। বিরোধী দলের আরও মন্তব্য, 'এটাই তৃণমূলেপ কালচার। মনীষীদের ছবি নিচে রেখে উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখেন'।
তৃণমূলের যুক্তি: বিজেপির এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে মৎস্যমন্ত্রী অখিল গিরির বলেন, 'এতো জায়গায় প্রোগ্রাম করি সব জায়গায় তো ভুল হয় না। গতকাল কোনওভাবে রিনা দাস হয়ত ভুল করে ফেলেছেন। তার জন্য সত্যিই আমরা দুঃখিত।
উত্তর ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার: বগটুইকাণ্ড ধাপাচাপা পড়ে যাওয়া অনেক প্রশ্নকেই নতুন করে তুলে ধরেছে। রাজনীতির ময়দানে সমাজ বিরোধীদের দাপাদাপি নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। এমন পরিস্থিতিতে রাজ্যের সর্বত্র তৎপরতা শুরু হয়েছে পুলিশ এবং প্রশাসনের তরফে। জায়গায় জায়গায় তল্লাশা চালিয়ে উদ্ধার করা হচ্ছে বেআইনি অস্ত্রশস্ত্র (Illegal Arms Recovery)। বনগাঁয়ও (Bangaon News) এ বার তেমনই তল্লাশি শুরু হতে চলেছে।
বেআইনি অস্ত্রের খোঁজে তল্লাশি চালানোর আর্জি তৃণমূল জেলা সভাপতির: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) বনগাঁয় বেআইনি অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতীদের ধরপাকড় করতে পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন তৃণমূল (TMC) জেলা সভাপতি তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। চিঠিতে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দিয়েছেন যে, রাজ্যের সর্বত্র বে-আইনি অস্ত্র উদ্ধার করতে হবে৷ ব্যবস্থা নিতে হবে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে যাতে মান্যতা দেওয়া হয়, সে কারণেই পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Hooghly News: দিনেদুপুরে জনবহুল এলাকা থেকে সাইকেল চুরি করছে দুই যুবক, ধরা পড়ল সিসিটিভিতে
আরও পড়ুন:Rampurhat Fire: 'গ্রামে পুলিশ ঢুকতে দেয়নি আনারুলই, আতঙ্কে খাটের নীচে লুকোই', বললেন প্রত্যক্ষ্যদর্শী