(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Adhikari: পাঁশকুড়ায় শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ, ‘গো ব্যাক স্লোগান’
তৃণমূল শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়েছে এবং বিজেপি কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ করা হয়েছে।
পাঁশকুড়া (পূর্ব মেদিনীপুর): পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিজেপি বিধায়ক তথা বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হল। শুভেন্দুর কনভয়ের পিছনে থাকা বিজেপি কর্মীদের মারধরেরও অভিযোগ উঠেছে। তৃণমূল শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়েছে এবং বিজেপি কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ করা হয়েছে।
বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন পাঁশকুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পাঁশকুড়া পুরসভার ওই কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠেছিল।আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সেই সময়ই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, রাজ্যে আইনের শাসন নেই।তালিবান শাসন চলছে।
পাঁশকুড়ায় বিজেপি নেতার বাড়ি থেকে বেরোতেই শুভেন্দুকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে।
বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন পাঁশকুড়া ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার ভূঞ্যা। বিজেপিতে যোগদানের বেশ কয়েকদিন পর তার নামে 'সুকুমার ভূঞ্যা চোর' এমন পোস্টারও পড়েছিল পাঁশকুড়ার একাধিক জায়গায়। পাঁশকুড়া গার্লস স্কুলের মাঠে দুয়ারে সরকার ক্যাম্পে একজন কাউন্সিলর হিসেবে সাধারণ মানুষের সাহায্য করার জন্য বসে ছিলেন সুকুমার। অভিযোগ, ঠিক সেই সময় তাঁর ওপর চড়াও হয় বেশ কয়েকজন তৃনমূলের কর্মী সমর্থক।সুকুমারকে কিল,চড় ও ঘুসিও মারা হয় বলে অভিযোগ।মাথায় আঘাত পায় সুকুমার।তবে এই বিষয়ে গতকাল পাঁশকুড়া থানায় কোনো লিখিত অভিযোগে দায়ের করেনি সুকুমার গতকাল সন্ধেয় পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করেন তিনি।গতকাল সুকুমারের বাড়িতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছেন -"ভোট-পরবর্তী হিংসার জন্য হাইকোর্ট যে সিট গঠন করতে বলেছে, তাদের তদন্তের আওতায় এই ঘটনাও থাকবে।এখানে তালিবান শাসন চলছে।"