Dilip Ghosh: রাজ্য সরকারের ভালো কাজে পাশে আছে বিজেপি, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপে সহযোগিতা নিয়ে প্রতিক্রিয়া দিলীপের
'' তৃণমূলেরও উচিত ছিল যাতে সব মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পায় তা দেখা। '' বললেন দিলীপ
কলকাতা: 'রাজ্য সরকারের ভালো কাজের পাশে আছে বিজেপি।' বললেন স্বয়ং দিলীপ ঘোষ। যিনি কিনা প্রতি পদক্ষেপে সমালোচনারই পথ নেন ঘাসফুল শিবিরের। সেই সঙ্গে অবশ্য আরও বললেন, 'কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণেও রাজ্য সরকার এবং তৃণমূল নেতাদের উচিত সহযোগিতা করা।' তাঁর অভিযোগ এরাজ্যের গরিব মানুষ কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পায় না।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, '' তৃণমূলেরও উচিত ছিল যাতে সব মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পায় তা দেখা। ''
শনিবার এক অভিনব ঘটনার সাক্ষী থাকল পানাগড় বাজার হাইস্কুল। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপে এগিয়ে এল বিজেপি সিপিএম কর্মীরা। এই নিয়ে যেমন খোঁচাও এসেছে বিপক্ষ শিবির থেকে, তেমনই কেউ কেউ বলেছেন, এটাই তো সরকারের সাফল্য !
সারা বাংলা জুড়ে চলছে দুয়ারে সরকারের ক্যাম্প। সেখানে চলছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিলি। ফর্ম নিতে উপছে পড়া ভিড়। ক্যাম্পের উল্টোদিকে বসে ফর্ম পূরণে সাহায্য করছেন নেতানেত্রীরা। সেখানেও ভিড় করেছেন অনেকে। সেখানেই কোনও কোনও জায়গায় দেখা গেল, বিরোধী দলের কর্মীদের হাত মেলাতে। সরকারি ফর্ম পূরণে সাহায্য করতে এগিয়ে এলেন সিপিএম ও বিজেপির নেতা-নেত্রী। রাজ্যে সরকারি প্রকল্প ঘিরে এই প্রথম সামনে এল রাজনৈতিক সৌজন্য ও সহযোগিতার ছবি। শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল পানাগড় বাজার হাইস্কুল।
দুয়ারে সরকারের ক্যাম্পে সিপিএমের প্রাক্তন প্রধান, উপ প্রধান ও বিজেপি নেত্রীকে দেখে প্রথমে অবাক হয়েছিলেন আবেদনকারীরা। শেষপর্যন্ত ফর্ম পূরণে বিরোধীদের সাহায্য পেয়ে তাঁরা খুশি। যদিও এতে সিপিএম নেত্রী গীতা মণ্ডলের দাবি, 'জনগণের সুবিধার জন্য সরকারি প্রোগ্রামে এসেছি সাহায্য করতে'
আবার কাঁকসা ২নং মণ্ডল সভানেত্রী অপর্ণা চট্টোপাধ্যায়ের দাবি, সরকারি প্রকল্পের সঙ্গে রাজনীতির বিষয় নেই !
তৃণমূল সরকারের প্রকল্প নিয়ে এতদিন বিরোধিতার সুরই শোনা গেছে সিপিএম ও বিজেপির গলায়। এবার উল্টো সুর বিরোধীদের। রাজ্য সরকারের প্রকল্প নিয়ে বিরোধীদের সহযোগিতাকে স্বাগত জানিয়েছে তৃণমূল। রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে তৃণমূলের পাশাপাশি তত্পর বিরোধীরাও।
এই সুরেই সুর মিলিয়েছেন দিলীপ। তিনি বলেছেন, সরকারের ভালো কাজে পাশেই আছে বিজেপি ! তবে ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে ফের আক্রমণাত্মক মেজাজে পাওয়া গেল তাঁকে। তৃণমূলের ওপর বিজেপির আক্রমণ নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগের জবাবে তিনি বললেন, সিবিআইয়ের কাছে তথ্য দিন, যেমন আমরা সব তথ্য দিয়েছি। জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ওনারা নালিশ জানাননি কেন?