East West Metro : ‘প্রকল্পের শিলান্যাস করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, ক্রেডিট নিচ্ছেন মমতা’, আক্রমণ সুকান্তর
Sealdah Metro:প্রথম দিনেই শিয়ালদা মেট্রোর সওয়ারি হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।রাজ্যকে নিশানা করে মোদিকে ধন্যবাদ জানাতেই মেট্রো সফর বলে মন্তব্য করেছেন তিনি।তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) শিয়ালদা স্টেশন উদ্বোধনে আমন্ত্রণ-বিতর্কে রাশ এখনও ফিকে হয়নি, তার আগেই ফের চড়ল কৃতিত্ব তথা 'ক্রেডিট' তরজা। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার নাকি রাজ্যের পূর্বতন বাম সরকার, ঠিক কাদের উদ্যোগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর অগ্রগতি, তা নিয়ে ফের চড়ল রাজনৈতিক তরজা।
প্রথম দিনেই শিয়ালদা মেট্রোর সওয়ারি হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। রাজ্যকে নিশানা করে মোদিকে ধন্যবাদ জানাতেই মেট্রো সফর বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি টেনে আনেন পূর্বতন বাম জমানার প্রসঙ্গও। সুকান্ত মজুমদার বলেন, ‘প্রকল্পের শিলান্যাস করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, ক্রেডিট নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়’ (Mamata Banerjee)।
রাজ্যকে নিশানা সুকান্তর
শিয়ালদা মেট্রোর নিয়ে রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি প্রশ্ন তোলেন, ‘শিয়ালদা মেট্রো প্রকল্পের কাজ শেষ হতে এত বিলম্ব কেন?’ ‘কেন্দ্রের ঘাড়েই প্রকল্পের সব ভার চাপিয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা’ বলেও মন্তব্য তাঁর। পাশাপাশি সংযোজন,‘প্রকল্পের শিলান্যাস করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadeb Bhattacharya), ক্রেডিট নিচ্ছেন মমতা’। সুকান্ত মজুমদারের বক্তব্য প্রসঙ্গে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কৃতিত্ব তরজা ঘিরে রাজনীতি
দিন কয়েক আগে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন উদ্বোধনের সময় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এদিন এই প্রকল্পের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন নরেন্দ্র মোদিকে। তৃণমূলের পাল্টা দাবি ছিল, এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। আর সিপিএম (CPIM) মনে করিয়ে দিয়েছিল, ২০০৯ সালে প্রকল্পের শিলান্যাস করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। যার রেশ বজায় রইল।
একঝলকে বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রো
এই মুহূর্তে অফিসটাইমে ১৫ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। বাকি সময় মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। শিয়ালদা স্টেশন থেকে মেট্রোয় চেপে বসলেই প্রথম স্টেশন পড়বে ফুলবাগান, তার পর একে একে সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী হয়ে সোজা সেক্টর ফাইভ পৌঁছে যাবে মেট্রো। মাত্র ২০ টাকায় ২১ মিনিটে শিয়ালদা থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে।
আরও পড়ুন- গভীর রাত থেকে অপেক্ষায় যাত্রীরা, ঐতিহাসিক মুহূর্ত, চালু হল শিয়ালদা-সল্টলেক মেট্রো