ECI: ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, সাসপেনশন-নির্দেশে রাজ্যকে ডেডলাইন কমিশনের
ECI: বিধানসভা ভোটের আগে নবান্ন এবং নির্বাচন কমিশন সংঘাত আরও বাড়ল। আরও জোরাল হল সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা।

কলকাতা: সাসপেন্ড ও FIR-এর নির্দেশ ঘিরে ফের কমিশন-নবান্ন সংঘাত। সোমবার বিকেল পর্যন্ত ডেডলাইন দিয়ে মুখ্যসচিবকে কমিশনের কড়া চিঠি দেওয়া হয়েছে। কেন এখনও পদক্ষেপ নয়? তা জানতে চেয়ে সোমবার বিকেল ৩টের মধ্যে জবাব তলব করা হয়েছে।
বিধানসভা ভোটের আগে নবান্ন এবং নির্বাচন কমিশন সংঘাত আরও বাড়ল। আরও জোরাল হল সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা। ঘোরাল হল পরিস্থিতি। ৪ জন সরকারি অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করে রিপোর্ট দেওয়ার জন্য় একেবারে সময় বেঁধে দিয়ে মুখ্য়সচিবকে কড়া চিঠি দিলেন জাতীয় নির্বাচন কমিশনের সচিব। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে ৪ জন সরকারি অফিসারকে সাসপেন্ড করতে এবং তাঁদের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দেওয়া হয়। এই চারজন হলেন বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী, AERO তথাগত মণ্ডল এবং ময়নার ERO বিপ্লব সরকার ও AERO সুদীপ্ত দাস। ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও FIR দায়ের করতে বলা হয়।
নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, এই ৪ জন ERO এবং AERO ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন। কিন্তু, নির্বাচন কমিশনের সেই নির্দেশ মানা তো দূরের কথা উল্টে অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্য়মন্ত্রী। এই প্রেক্ষিতে শুক্রবার অর্থাৎ প্রথম চিঠি দেওয়ার ৩ দিনের মাথায় এবার একেবারে সময় বেঁধে, কড়া চিঠি দিয়ে নবান্নর ওপর পাল্টা চাপ তৈরি করল কমিশন। শুক্রবার ফের মুখ্য়সচিবকে পাঠানো চিঠিতে কমিশনের সচিব লিখেছেন এই অফিসারদের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হয়েছে, এমন কোনও চিঠি কমিশনের কাছে পৌঁছোয়নি। এরপর চিঠিতে পরিষ্কার লেখা হয়েছে, কমিশনের নির্দেশ, এই অফিসারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং ১১ অগাস্ট দুপুর ৩টের মধ্য়ে নির্দেশ পালন করা হয়েছে, এই রিপোর্ট দিন।
এর আগে নির্বাচন কমিশনকে চ্য়ালেঞ্জ করেন মুখ্য়মন্ত্রী। অফিসারদের পাশে থাকার কথা জানিয়ে আক্রমণ করেছে নির্বাচন কমিশনকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কালকে আমার দু'জন অফিসারকে নোটিস পাঠানো হয়েছে, কী না তাঁকে সাসপেন্ড করা হল। আমরা বলি কী, তোমার নির্বাচন এখনও ঘোষণা হয়েছে? কোন আইনের বলে তুমি নোটিস পাঠিয়ে দিচ্ছ? নির্বাচনের অনেক দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছে! হরিদাস সব। ক্রীতদাস সব।''






















