Enforcement Directorate: আসানসোল জেল সুপারকে ইডির নোটিস, তলব সুকন্যার গাড়ির চালকেও
এই নির্দেশ জেলের সুপারের পরিবারের সম্পত্তির তথ্য নিয়ে হাজিরার জন্য। জেলে থাকাকালীন কেষ্টর ফোনে কথা বলার অভিযোগ নিয়েও প্রশ্ন করতে পারে ইডি।
নয়াদিল্লি: এবার আসানসোল (Asansol) জেল সুপার কৃপাময় নন্দীকে (Kripamay Nandi) ইডির নোটিস । গরুপাচার (Cow Smuggling Case) মামলায় আসানসোল জেলের সুপারকে (Asansol jail superintendent) তলব করেছে ইডি। ৫ এপ্রিল দিল্লিতে (Delhi) ইডির (Enforcement Directorate) সদর দফতরে হাজিরার নির্দেশ। ১০ বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট, সম্পত্তির তথ্য নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ জেলের সুপারের পরিবারের সম্পত্তির তথ্য নিয়ে হাজিরার জন্য। জেলে থাকাকালীন কেষ্টর ফোনে কথা বলার অভিযোগ নিয়েও প্রশ্ন করতে পারে ইডি। গরুপাচার মামলায় আরেক কৃপাময়কে ইডির দিল্লির দফতরে তলব করা হয়েছে। এখন তিহাড় জেলে (Tihar Jail) রয়েছেন কেষ্ট, মেয়ে ছাড়াও টিএমসিপি নেতা কৃপাময় ঘোষকেও ইডির তলব। পাশাপাশি দিল্লির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্যাকেও। দ্বিতীয়বার হাজিরার নির্দেশ অনুব্রতর রাঁধুনি বিজয় রজককেও।
আগেও তলব অনুব্রত-কন্যাকে: দিল্লিতে তলব করে ইডি গরুপাচার মামলায় গত ২০ মার্চ ফের অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করে ইডি। আজই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যা, অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষ এবং অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজককে। সূত্রের খবর, এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেন সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। অনুব্রত-কন্যা-সহ এই ৪ জন আজ ইডি-র সদর দফতরে হাজিরা দেন কি না, সেটাই দেখার। এর পাশাপাশি, গরুপাচারকাণ্ডে ধৃত অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে আজ রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করবে ইডি। ১৪ দিনের জেল হেফজত।
সায়গল, মণীশ, অনুব্রতর ঠিকানা তিহাড় জেল: সায়গল হসেনের পর এবার মণীশ কোঠারিরও ঠিকানা তিহাড় জেল। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন এই জেলেই রয়েছেন। আজ রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে পেশ করে ইডি। মণীশকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। গরুপাচারকাণ্ডে সায়গল ছাড়াও এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি গরু ব্যবসায়ী এনামুল হক ও বিএসএফের প্রাক্তন কমাডান্ট সতীশ কুমার। গরুপাচার মামলায় এনামুল ও সতীশ কুমার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। সিবিআই মামলায় তাঁরা জামিন পেলেও, ইডি-র মামলায় ২ জনে তিহাড় জেলে বন্দি।
আরও পড়ুন: Ayan Seal Black Money: নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই আত্মীয়দের নামে সম্পত্তি কিনেছিলেন অয়ন?