Abhishek Banerjee Summoned : কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ইডি
ED summons TMC leader Abhishek : মেয়ো রোডের সমাবেশ থেকে অভিষেককে কেন্দ্রীয় এজেন্সি ডেকে পাঠাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা
কলকাতা : কয়লা পাচারকাণ্ডে ( Coal Smuggling ) ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ( Abhishek Banerjee ) সমন পাঠাল ইডি (ED ) । সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। শুক্রবার কলকাতার ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে।
জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। খবর সূত্রের। গতকাল মেয়ো রোডের সমাবেশ থেকে অভিষেককে কেন্দ্রীয় এজেন্সি ডেকে পাঠাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি, CBI, ED, BSF’কে একযোগে কড়া আক্রমণ মমতার
সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জনসভা থেকে বিজেপি, CBI, ED, BSF’কে একযোগে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সভার পর দিনই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি ED। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকেও উদ্ধার হয় প্রচুর টাকা । এরপর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।
কিছুদিন বাদে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে CBI! এই আবহেই ২১ জুলাইয়ের পর সোমবার তৃণমূলের প্রথম কোনও বড় সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, দু’জনের গলাতেই উঠে আসে ফের কিছু ঘটার আশঙ্কা!
৩-৪ দিনের মধ্যে হয়ত কিছু ঘটবে : অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' যতদূর দেখা যাচ্ছে কালো মাথা! বাংলার মানুষের এই সমর্থন অন্য কারও আছে? বিজেপি-সিপিএম-কংগ্রেস একসঙ্গে নামলে তাদের ১০ গোলে দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেব। এই যে আজকে এত বড় সমাবেশ, আপনারা আমার কথা লিখে রাখুন, চার পাঁচ দিনের মধ্যে আবার কিছু একটা করবে। আজ এত বড় সভা হয়েছ। এর ৩-৪ দিনের মধ্যে হয়ত কিছু ঘটবে.... '
অভিষেকের আশঙ্কা কার্যত সত্যি করেই ফের তাঁকে ইডি তলব করল। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় আশঙ্কার কথা। তিনি বলেন, ' আজকে অভিষেক ভাল বক্তৃতা দিয়েছে। কাল হয়ত ওকে নোটিস পাঠাবে। আগে ওকে নোটিস পাঠিয়েছে, ওর বউকে পাঠিয়েছে। এবার বাচ্চাকে পাঠাবে। এরপর বাচ্চাকে নিয়ে যাবি। ওর মুখটা দেখিয়ে দিবি। বুঝিয়ে দিবি ও কতটা স্ট্রং'
আরও পড়ুন :
গঙ্গার জলে ফুলেফেঁপে উঠেছে কোশি নদী, গিলে নিতে পারে গ্রামের পর গ্রাম, ত্রস্ত গ্রামবাসীরা