Bonny Sengupta: গাড়ি কিনতে বনিকে ৪০ লক্ষ টাকা ! সন্দেহ হয়নি কুন্তলকে? এবিপি আনন্দে মুখ খুললেন অভিনেতার বাবা
ED Summons Tollywood Actor Bonny Sengupta : ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে বনি সেনগুপ্তর বাবা পরিচালক পরিচালক অনুপ সেনগুপ্ত বললেন, তাঁর ছেলে অপরিণত, তাই এইসব ভেবে দেখেননি।
কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Scam ) বৃহস্পতিবার বনি সেনগুপ্তকে ( Bonny Sengupta ) দফায় দফায় জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED ) । আবারও আগামী মঙ্গলবার কুন্তল ঘোষের ( Kuntal Ghosh ) টাকায় কেনা গাড়ির নথিপত্র নিয়ে বনিকে তলব করেছে ইডি। এত বিরাট অরাট অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ, অথচ কোনও চুক্তি বা লেখাপড়াই ছিল না কুন্তল ও বনির মধ্যে ! এই প্রশ্নটাই বৃহস্পতিবার থেকে বারবার উঠে আসছে। যদিও ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে বনি সেনগুপ্তর বাবা পরিচালক পরিচালক অনুপ সেনগুপ্ত বললেন, তাঁর ছেলে অপরিণত, তাই এইসব ভেবে দেখেননি।
পরিচালক অনুপ সেনগুপ্ত এবং অভিনেত্রী পিয়া সেনগুপ্তর ছেলে বনি। তার ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী কৌশানি। তাঁরাও এখন প্রশ্নের মুখে। বৃহস্পতিবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে হাজির ছিলেন বনি সেনগুপ্তর বাবা । তিনি বারবার বোঝানোর চেষ্টা করলেন, 'বনির মতো ছেলে হয় না। ও জানে না দুর্নীতি কী। গাড়ির লেনদেনে নাম বয়েছে বনি সেনগুপ্তর। সেই জন্যই ডেকেছে ইডি'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র প্রশ্নের উত্তরে তিনি বলেন, ' আমি নিজেও পরিচালক। ৩৮ টির মতো ছবি পরিচালনা করেছি। সেখানে যাঁরা বিনিয়োগ করেন, তাঁরা কোথা থেকে টাকা আনছেন, কীভাবে আনছেন, তা তো জানা সম্ভব হয় না। তখন ২০১৭ সাল, তখন তো এই দুর্নীতি সামনে আসেনি। এখন যিনি প্রোডিউসর হিসেবে টাকা আনছেন, তিনি কোথা থেকে আনছেন, তাঁর বাড়িতে কে আছে, তা তো জিগ্যেস করা সম্ভব নয় '
সুমন দে প্রশ্ন করেন, কুন্তল ঘোষ প্রথমে বনিকে নিয়ে পরপর ছবি করবেন বলেন ও তাঁকে ক্যাশে ৪০ লক্ষ টাকা দেবেন বলে প্রস্তাব দেন। তখনও কি একবারও খটকা লাগেনি ? যদিও এই প্রশ্নের উত্তরে বনির বাবা জানান, এই বিষয়টা তিনি ঠিক জানেন না। তবে যা লেনদেন হয়েছে গাড়ির কোম্পানি ও কুন্তল ঘোষের মধ্যে, বনির অ্যাকাউন্টে টাকা আসেনি। এটা ইডির কর্মকর্তারা নিশ্চয়ই বুঝবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।
যদিও কুন্তল দাবি করেন, তিনি বনিকেই টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে বনি কী করেছেন তিনি জানেন না। যদিও এই বিষয়টি অস্বীকার করেন পরিচালক অনুপ সেনগুপ্ত । যদিও তিনি জানান, কুন্তলকে দেখে ভাল ছেলেই বলে মনে হয়েছিল, কুন্তলের বাড়িতেও গিয়েছিলেন বনি। তাই সন্দেহের অবকাশ ছিল না।
তবে প্রশ্নের মুখে পড়ে শেষমেষ বনির বাবা স্বীকারও করে নেন, তাঁদের তরফ থেকে যাচাই করে দেখা হয়নি, সেটা ভুল হয়েছিল। তবে ইন্ডাস্ট্রিতে সকলেই জানেন বনি খুবই ইমম্যাচিওর ছিল তখন।
বনির বাবাকে প্রশ্ন করা হয়, বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি। কুন্তল যুব তৃণমূল নেতা। তাহলে তাঁদের মধ্যে যোগাযোগ কীভাবে। এই প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্যের করা মন্তব্যের ভিত্তিতে তাঁকে প্রশ্ন করা হলে কুন্তলের বাবা বলেন, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে বলে তিনি মনে করেন না।
তিনি আরও বলেন, তাঁর পরিচালিত ৪ টি ছবিতে অভিনয় করেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় । তবে সেই সময় তিনি নিয়োগ দুর্নীতি সম্পর্কে কিছুই জানতেন না।
শেষ অবধি তদন্তে কী উঠে আসে সেদিকেই সবার নজর।