WB Municipal Election: ‘ভাঙড়, হাড়োয়া থেকে ভোট লুঠ করতে কোটি টাকা দিয়ে গুণ্ডা তোলা হচ্ছে’, ফের বিস্ফোরক মদন মিত্র
তিনি অভিযোগ তুলেছেন, পুরভোটে অস্ত্র হাতে ভোট লুট করতে কোটি টাকা দিয়ে গুণ্ডা তোলার চেষ্টা হচ্ছে। কবে থেকে যেতে হবে, কী অস্ত্র নিতে হবে, এমন সব প্রশ্ন করে ফোন আসছে।
![WB Municipal Election: ‘ভাঙড়, হাড়োয়া থেকে ভোট লুঠ করতে কোটি টাকা দিয়ে গুণ্ডা তোলা হচ্ছে’, ফের বিস্ফোরক মদন মিত্র Effort to bring miscreants from Bhangar, Haroa to loot vote, TMC leader Madan Mitra’s explosive comment before municipal Election WB Municipal Election: ‘ভাঙড়, হাড়োয়া থেকে ভোট লুঠ করতে কোটি টাকা দিয়ে গুণ্ডা তোলা হচ্ছে’, ফের বিস্ফোরক মদন মিত্র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/18/6b2f701324d80e941c82ba1aa0f6eadd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পুরসভার ভোটের (Municipal Election) আগে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা মদন মিত্র (TMC Leader Madan Mitra)। তাঁর অভিযোগ, তাঁর নাম করে অস্ত্র ও গুণ্ডা আনার (Arms and Miscreants) চেষ্টা হচ্ছে। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেছেন, ‘ভাঙড়, ভোজেরহাট, হাড়োয়া, মিনাখাঁয় বলা হচ্ছে মদন মিত্র বিপদে। কী কী অস্ত্র আনতে হবে, কী অসুবিধে হচ্ছে বলে জানতে চাইছে। মদনদার জন্য যেতে হবে বলা হচ্ছে। কিন্তু এসব চলবে না। এই খেলা যারা খেলছে...তাদের বিরুদ্ধে কড়া মনোভাব দেখানোর কথাও বলেছেন মদন মিত্র। তিনি বলেছেন, ‘এখানে ২৭ তারিখ কোনও গুন্ডামি হবে না’।
Madan Mitra: পুরভোটের আগে ফের বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক
তিনি অভিযোগ তুলেছেন, পুরভোটে অস্ত্র হাতে ভোট লুট করতে কোটি টাকা দিয়ে গুণ্ডা তোলার চেষ্টা হচ্ছে। কবে থেকে যেতে হবে, কী অস্ত্র নিতে হবে, এমন সব প্রশ্ন করে ফোন আসছে। তাদের জিজ্ঞেস করে জানতে পেরেছি যে, কেউ কেউ মদন মিত্রের লোক বলে পরিচয় দিয়ে বলছে, যে মদন মিত্র সংকটে রয়েছেন। তাই যেতে হবে। কিন্তু এ সব আদৌ বরদাস্ত করা হবে না।
মদন মিত্র বলেন, ‘ভোট লুঠ করতে চাইলে গণ্ডারের চামড়াও থাকবে না। আমার সামনে তৃণমূলের বাক্সে ছাপ্পা মারবে, এটা চলবে না’।
তিনি বলেছেন, ২৭ তারিখ ভোটের দিন কোনও গুণ্ডামি হবে না। পুলিশ না পারে আমরা পুলিশকে কিছুটা সাহায্য করে দেব। কিছু না পারি ধরে পুলিশের হাতে তুলে তো দিতে পারি।
মদন মিত্রর এই দাবি প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, পুরো বিষয়টি নিয়ে কথা বলে দেখবেন। তিনি বলেছেন, মদন মিত্র বলেছেন, প্রার্থীদের বিরুদ্ধে কেউ লড়তে এলে দেখবে। এটা ঠিক কথাই বলছে। বাদবাকি যে কথা বলছে, তা কতটা সত্যি, কতটা মিথ্যে তা কথা বলে জেনে নেব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)