Alipurduar News: শুঁড় বাড়িয়ে মিষ্টি তুলে নিল বুনো হাতি ! ধরা পড়ল সিসি টিভিতে; আতঙ্ক মাদারিহাটে
Madarihat: ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় ১টা ৫০ মিনিট নাগাদ। মাদারিহাট স্কুল চৌপথি এলাকায়
অরিন্দম সেন, মাদারিহাট (আলিপুরদুয়ার) : লোকালয়ে ঢুকে বাড়ি-ঘর গুঁড়িয়ে দেওয়া, মিড ডে মিলের চাল নষ্ট করা বা বাড়িতে ঢুকে ধান নষ্ট করার ঘটনা এর আগে ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার গভীর রাতে মিষ্টির দোকানে 'হানা' হাতির। সিসি টিভিতে ধরা পড়ল শুঁড় ঢুকিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি খাবার দৃশ্য। নষ্টও করল অনেক মিষ্টি।
ঘটনাটা কী ?
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় ১টা ৫০ মিনিট নাগাদ। মাদারিহাট স্কুল চৌপথি এলাকায়। জানা গিয়েছে, জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে মাদারিহাটের চৌপথি এলাকায় চলে আসে একটি বুনো হাতি। এরপর হাতিটি স্থানীয় রাজেশ বণিকের মিষ্টির দোকানে 'হানা' দেয়। পাকা দোকান ভেঙে দোকানে রাখা মিষ্টি খাওয়ার পাশাপাশি নষ্টও করে প্রচুর। যদিও সেই সময় দোকানঘরে কেউ ছিলেন না। তবে পাশের ঘরে ছিলেন মিষ্টির কারিগর ! ফলে, আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। এরপর হাতিটি সেখান থেকে চলে যায় এবং যাওয়ার পথে একটি পানের দোকানেরও ক্ষতি করে।
এপ্রসঙ্গে মিষ্টি দোকানের মালিক রাজেশ বণিক বলেন, "আমরা তো ব্যাপারটা নিয়ে অবাক। টাউনে এভাবে হাতি চলে আসবে ! কোনও দিন হয়নি। আমাদের দোকান ভেঙে দিল, পাশের দোকান ভেঙে দিল। ৫০-৬০ হাজার টাকার মাল নষ্ট করেছে ! খবর পেয়ে বন দফতর এসেছিল। ওরা সব দেখে গেছে। আমরা সবাই আতঙ্কিত হয়ে আছি। রাতে যেসব স্টাফ থাকে তারা আতঙ্কিত। এরকম জায়গায় এসে হাতি ঘর ভেঙে দেবে !"
চলতি মাসেই লোকালয়ে ঢুকে বুনো হাতির তাণ্ডবের ঘটনা দেখা যায় পুরুলিয়ায়। স্কুলের দেওয়াল ভেঙে মিড ডে মিলের চাল, ডাল খেয়ে তাণ্ডব চালায় হাতির পাল। এলাকার খেতে সবজি, ফসল নষ্ট করার পাশাপাশি বেশ কয়েকটি বাড়িও ভেঙে দেয় প্রায় ৩০টি বুনো হাতির একটি দল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের কলমা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকে প্রায় ৩০টি বুনো হাতির একটি দল ঝালদার কলমা এলাকার মাহাতমারা, কোচাজারা, বাঁদুলহর এলাকায় লোকালয়ে ঢুকে রাতভর তাণ্ডব চালায় । বাঁদুলহর প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল ভেঙে মিড ডে মিলের চাল, ডাল খায়। পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িও ভেঙে দেয়। মাহাতমারা, কোচাজারা এলাকায় সবজি, ফসল নষ্ট করে দেয় । বাড়িতে ঢুকে ধান খেয়ে, মাড়িয়ে দেয় । রাতভর বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালানোর পর জঙ্গলে প্রবেশ করে হাতির দলটি।