Maha Kumbh Accident: লরির সঙ্গে ধাক্কায় দুমড়ে গাড়ি! মহাকুম্ভে যাওয়ার পথে মৃত্যু ৬ বাংলার বাসিন্দার
Maha Kumbh News: মৃত্যু পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা প্রণব সাহা ও তাঁর স্ত্রী শ্যামলীর সাহা দম্পতির দুই সন্তানেরও মৃত্যু।

কলকাতা: কুম্ভে যাওয়ার পথে ফের এক মর্মান্তিক ঘটনা। আবারও পথেই প্রাণহানি। ফের কুম্ভ যাত্রায় মৃত্যু হল এ রাজ্যের পুণ্যার্থীদের। এবার কুম্ভ যাওয়ার পথে ঝাড়খন্ডের ধানবাদের জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। তাদের মধ্যে পশ্চিম মেদিনীপুর গড়বেতায় বাড়ি ৩ জনের। বাকি ৩ জন হুগলির গোঘাটের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় ধানবাদের হাসপাতালে ভর্তি আরও ৩।
নিহতদের নাম প্রণব সাহা (৪৫), শ্যামলী সাহা (৩২), পিয়ালি সাহা (৩০), শেখ রজন আলি (ড্রাইভার) (৪৭) সহ আরও দুই নাবালক ও নাবালিকা। আশঙ্কাজনক অবস্থায় ধানবাদের হাসপাতালে ভর্তি আরও ৩।
জানা গিয়েছে, শুক্রবার, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে হুগলির গোঘাটে শ্যালিকা পিয়ালী সাহার বাড়ি যায় সাহা দম্পতি। সেখান থেকে, সন্ধ্যে ৭টায় কামারপুকুর থেকে দুটো চার চাকা গাড়িতে চড়েন মোট ১৮ জন। রাত ২টো নাগাদ পশ্চিমবঙ্গ পেরিয়ে সবে ঝাড়খন্ডে ঢোকে গাড়ি।
আরও পড়ুন, টাকা চুরি করে প্রেমিকাদের নিয়ে কুম্ভে 'পুণ্য স্নানে চোর', বাড়ি ফিরতেই জেলে!
ধানবাদের রাজগঞ্জ থানা এলাকার দুলুড়ি মোড়ে একটি দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাদের গাড়ি। পিছন থেকে অন্য আরেকটি গাড়ি ধাক্কা মারে কুম্ভযাত্রীদের গাড়িতে। ডিভাইডার ছিটকে অন্যদিকে চলে যায় এই পরিবারেরই আরেকটি গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় ৪ জনের। বাকিদের ধানবাদের হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করা হয় আরও ২ জনকে। আশঙ্কাজনক অবস্থায় ধানবাদের হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।
উল্লেখ্য, চলতি মাসে, কুম্ভ থেকে ফেরার পথে, দুর্ঘটনায় মৃত্যু হয় কয়েকজন পুণ্যার্থীর। এবার কুম্ভের পথেই দুর্ঘটনায় প্রাণ হারালেন এরাজ্য়ের পুণ্যার্থী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















