Kolkata Crime News : ফেসবুকের বন্ধুত্বই হল কাল ! ভয়াবহ মৃত্যু বিউটিপার্লার কর্মীর, ৪ ঘণ্টায় কিনারা করে ফেলল পুলিশ
গতকাল মহিলাকে বাড়িতে একা পেয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক।
জয়ন্ত পাল, সুকান্ত মুখোপাধ্যায়, কলাকাতা : মহিলা খুনের কিনারা , মাত্র ৪ ঘণ্টায় করে ফেলল পুলিশ ! রাতে মৃতদেহ উদ্ধার হয় বিউটি পার্লারে কর্মরতা এক মহিলার। আর শনিবার সকালেই ধরা পড়ে গেল এই খুনে অভিযুক্ত মহিলার ফেসবুক-বন্ধু ! শুক্রবার রাতে বাগুইআটির রবীন্দ্রপল্লিতে একটি ঘরের ভেতরে খাটের ওপর গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার করা করে পুলিশ। মৃতার নাম অভিষিক্তা দে সাহা। দেহ যে অবস্থায় পাওয়া যায় বা গলার ফাঁস দেখেই পুলিশর সন্দেহ হয়, এই ঘটনা আত্মহত্যা নয়, খুন। তারপরই পুলিশ বিভিন্ন সূত্র ধরে খুনের ঘটনার কিনারা করা চেষ্টা করে।
কেষ্টপুরের রবীন্দ্র পল্লিতে স্বামী ও ৩ বছরের ছেলেকে নিয়ে থাকতেন বছর সাতাশের মহিলা। বিউটি পার্লারে কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, মাসকয়েক আগে কৌশিক সাহা বলে এক ব্যক্তির সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে মহিলার। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। তারপর তাঁর সঙ্গে সম্পর্ক কোন দিকে মোড় নেয়, পারিবারিক অশান্তি ছিল কি না, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে পুলিশ জানতে পারে, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। অভিযোগ, তার জেরেই গতকাল মহিলাকে বাড়িতে একা পেয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক।
পুলিশ সূত্রে খবর, মহিলার ফেসবুক অ্যাকাউন্ট ও মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরেই এগিয়েছিল তদন্ত। তারপর এলাকার CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে ফেলে বাগুইআটি থানার পুলিশ। জানা যায়, মহিলার স্বামী একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এমন একটি ঘটনা ঘটায় সকাল থেকেই এলাকা থমথমে।
এই প্রথম নয়, সোশ্যাল মিডিয়ায় অজানা ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব অনেক সময়ই খারাপ পরিণতি ডেকে এনেছে। কখনও ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছেন ইউজাররা, কখনও আবার আর্থিক প্রতারণার মতো খারাপ ঘটনাও ঘটেছে। আর অভিষেক্তার ক্ষেত্রে ফেসবুক বন্ধুত্ব প্রাণটাই কেড়ে নিল।
টালিগঞ্জে মহিলার কাটা মুণ্ডু উদ্ধারের ঘটনা
টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে যুবতীর মাথা উদ্ধার হয় । আততায়ীকে চিহ্নিত করেছে পুলিশ। জানা গেছে নিহতের পরিচয়। কাটা মাথা উদ্ধার হলেও দেহের বাকি অংশের হদিশ এখনও মেলেনি। নিহত দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। পরিচারিকার কাজ করতেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, নিহতের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এক রাজমিস্ত্রির। টাওয়ার ডাম্পিং পদ্ধতি ব্যবহার করে আততায়ী চিহ্নিত করেছে পুলিশ। মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয় যুবতীকে। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করার পর মাথা কাটা হয়। এমনই বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট।কাটা মাথা পাওয়ার ১২ ঘণ্টা আগে খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।